ঝাড়খন্ড-মহারাষ্ট্রের নির্বাচন নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন দেবাংশু! কাকে কত নম্বর দিলেন?

বাংলা হান্ট ডেস্কঃ ইতিমধ্যেই ঝাড়খন্ড এবং মহারাষ্ট্রের নির্বাচন সম্পন্ন হয়েছে। এবার অপেক্ষা ফল ঘোষণার। তার আগেই এই দুই রাজ্যের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করে ফেললেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)।

কী ভবিষ্যদ্বাণী করলেন দেবাংশু ভট্টাচার্য? (Debangshu Bhattacharya)

নিজের এক্স হ্যান্ডেলে ঝারখান্ড-মহারাষ্ট্রের ভোটের ফলাফল নিয়ে দেবাংশু (Debangshu Bhattacharya) লিখেছেন, ‘আমার ধারণা। ঝাড়খণ্ডে পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা পাবে ইন্ডিয়া জোট (৪৮+)। মহারাষ্ট্র যে কারোর হতে পারে। খেলায় যে কেউ জিততে পারে।’ এখন দেখার শেষ পর্যন্ত দেবাংশুর ধারণা আদৌ মেলে কিনা!

একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে,

১) ম্যাট্রিজের বুথফেরত সমীক্ষা থেকে জানা যাচ্ছে, বিজেপি, আজসু-সহ এনডিএ জোটের দখলে মোট ৪২-৪৭টি আসন থাকতে পারে। অন্যদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের হাতে থাকতে পারে মোট ২৫-৩০টি আসন। অন্যান্যরা মেরে কেটে চারটি আসন জিতবে।

আরও পড়ুন: ‘হিন্দুদের উপর অত্যাচার হলে …. ‘ পুলিশের রদবদল প্রসঙ্গে মমতাকে নিয়ে বিস্ফোরক সুকান্ত

২) পি মার্কের সমীক্ষার দিকে নজর ঘোরালে দেখা যাবে, ইন্ডিয়া জোট জিততে পারে মোট ৩৭-৪৭টি আসনে। অন্যদিকে এনডিএ জোট মাত্র ৩১-৪০টি আসনে জিততে পারে। তবে অন্যান্যদের ফিরতে হবে খালি হাতেই ।

৩) এছাড়া অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোল যে হিসাব কষেছে সেই হিসাব অনুযায়ী, ইন্ডিয়া জোট ৫৩টি পর্যন্ত আসন পেতে পারে। অন্যদিকে এনডিএ জোট জিততে পারে ২৫টি আসন। অন্যানরা জিততে পারে তিনটি আসন।

এখনও পর্যন্ত একাধিক সংস্থার বুথফেরত সমীক্ষা প্রকাশ্যে এসেছে। এক্ষেত্রে কেউ এগিয়ে রাখছে ইন্ডিয়া জোটকে, তো কেউ বলছে পাল্লা ভারী  এনডিএ জোটের। তবে অধিকাংশ সংস্থার বুথফেরত সমীক্ষায় পাল্লা ভারী রয়েছে এনডিএর দিকেই। তবে এবার ঝাড়খণ্ডে ফলাফল নিয়ে অনেকের মনেই সন্দেহ রয়েছে।

তবে চূড়ান্ত ফলাফল জানার জন্য আপাতত ২৩ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। দেবাংশুর ধারণা শেষ পর্যন্ত মেলে কি না সেটাও দেখার। তবে মহারাষ্ট্র নিয়ে কোনও ঝুঁকি নিতে চাননি দেবাংশু। এই কারণেই সম্ভবত কোন জোটের কাছে ক্ষমতা যেতে পারে তা নিয়ে আগে থেকে  সুষ্পষ্ট ভাবে কিছু বললেন না তিনি।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর