‘কাসাভ ন্যায়বিচারের সুযোগ পেলে ইয়াসিন কেন নয়?’ CBI-কে প্রশ্ন শীর্ষ আদালতের

বাংলা হান্ট ডেস্কঃ ভারতবর্ষে জঙ্গি হামলায় অভিযুক্ত অপরাধীও ন্যায় বিচারের মুখোমুখি হওয়ার সুযোগ পায়। এক্ষেত্রে অন্যতম উদাহরণ হল মুম্বাইয়ের ২৬/১১ জঙ্গি হামলার মূল অভিযুক্ত আজমল কাসভ। তাই এবার প্রশ্ন উঠছে? মুম্বাইয়ের ২৬/১১ হামলায় অভিযুক্ত আজমল কাসভ যদি ন্যায়বিচারের মুখোমুখি হবার সুযোগ পেতে পারে তাহলে ইয়াসিন মালিক কেন পাবে না?

CBI-কে প্রশ্ন শীর্ষ আদালতের (Supreme Court)

বৃহস্পতিবার এই প্রশ্নই তুলেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিচ্ছিন্নতাবাদী সংগঠন জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (জেকেএলএফ)-এর নেতা ইয়াসিনকে দু’টি মামলার শুনানিতে জম্মু আদালতে হাজির করা নিয়ে সিবিআই আপত্তি তোলায় এদিন এই প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। প্রসঙ্গত ইয়াসিনকে ইউপি এর বিভিন্ন ধারায় ২০২২ সালের ২৪ মে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল নিম্ন আদালত।

সন্ত্রাসে আর্থিক মদদ এবং বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে জড়িত থাকার কথা স্বীকারও করে করে নিয়েছিলেন তিনি। আপাতত দিল্লি তিহার জেলে সাজা প্রাপ্ত বন্দি সে। এসবের মধ্যেই আদালতে হাজিরা দেওয়ার ডাক আসে তার। ১৯৮৯ সালে সালে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুফতি মহম্মদ সঈদের কন্যা রুবাইয়াকে অপহরণ এবং ১৯৯০ সালে শ্রীনগরে ভারতীয় বায়ুসেনার ৪ জাওয়ানকে খুনের মামলায় অভিযুক্ত ইয়াসিনকে বিচারের শুনানিতে হাজির থাকার জন্য নোটিস পাঠিয়েছে জম্মুর আদালত।

এখানেই আপত্তি তোলে সিবিআই। ইয়াসিনের ব্যক্তিগত হাজিরায় আপত্তি জানিয়ে শীর্ষ আদালতের (Supreme Court) দ্বারস্থ হয় সিবিআই। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে দুই বিচারপতি এএস ওকা এবং এজি মসিহের বেঞ্চকে সিবিআইয়ের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন,‘আমরা ইয়াসিনকে জম্মুর আদালতে হাজির করাতে চাই না।’

আরও পড়ুন: ধর্ষণের মামলা খারিজ! যুগান্তকারী রায় দিল সুপ্রিম কোর্ট

এ প্রসঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেহতা জানিয়েছেন ইয়াসিন এর মত বন্দী যদি আদালতে উপস্থিত থাকে তাহলে আদালতে নিরাপত্তা ব্যাহত হতে পারে এবং সাক্ষীদের উপর তার প্রভাবও করতে পারে। কিন্তু সেই যুক্তি খারিজ করে দিয়ে বেঞ্চের পাল্টা প্রশ্ন, ‘বিচারপর্বের সময় অভিযুক্ত এবং সাক্ষীদের জেরা কী ভাবে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে করা সম্ভব?’

 

Supreme Court

তাছাড়া জম্মু ও কাশ্মীরের ইন্টারনেট পরিষেবা যে স্থিতিশীল নয়, সে কথাও জানায় শীর্ষ আদালত। মেহতা তখন জানান, ইয়াসিনকে ব্যক্তিগত হাজিরার সুযোগ করে দিতে প্রয়োজনে বিচারপ্রক্রিয়া দিল্লিতে সরানো হতে পারে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর