বার ডান্সারকে ‘ফ্লাইং কিস’ ছুঁড়লেন TMC-র মুখ্য সচেতক! নির্মলের ভিডিও সামনে আসতেই শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভায় তৃণমূলের (Trinamool Congress) মুখ্য সচেতক তিনি। এবার সেই নির্মল ঘোষের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ! পানিহাটির বিধায়কের বিরুদ্ধে ভিডিও কলে বার ডান্সারকে ‘ফ্লাইং কিস’ দেওয়ার অভিযোগ এনেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukantana Majumdar)। বুধবার নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এই ভিডিও পোস্ট করে তোপ দেগেছেন তিনি।

  • বার ডান্সারকে ‘ফ্লাইং কিস’ তৃণমূল (Trinamool Congress) বিধায়কের! বিস্ফোরক সুকান্ত

এক্স হ্যান্ডেলে ওই ভিডিও শেয়ার করে বিজেপির (BJP) রাজ্য সভাপতি লিখেছেন, ‘সমাজমাধ্যমে যে ভিডিও ছড়িয়েছে সেটা শুধুমাত্র লজ্জাজনক নয়, বরং পশ্চিমবঙ্গের মহিলাদের ভীতিরও একটা কারণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুঃশাসনে রাজ্যের মহিলারা বারবার অপরাধীদের দানবীয় ক্ষুধার শিকার হচ্ছেন। তবে তাঁরা কোনও সুবিচার পাচ্ছেন না। শাসকদলের ছত্রছায়াতেই এই ধরণের ঘটনা ঘটছে’।


এরপরেই ভিডিওর ব্যক্তির পরিচয় প্রকাশ করেন সুকান্ত। বিজেপি সাংসদ লেখেন, ‘ভাইরাল ভিডিওয় যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, তিনি নির্মল ঘোষ। রাজ্য বিধানসভায় শাসকদলের মুখ্য সচেতক। উত্তর ২৪ পরগণার এই নেতার প্রভাবে আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের মৃতদেহ অন্যায়ভাবে দাহ করা হয়েছিল, যাতে প্রমাণ নষ্ট করা যায়। এই ধরণের নেতাদের নিয়ে একজন মহিলা মুখ্যমন্ত্রী রাজ্য চালাচ্ছেন। অবমাননাকর’।

আরও পড়ুনঃ দুবাই যেতে চান রেশন দুর্নীতির বাকিবুর! আদালতের দ্বারস্থ হতেই ED যা করল … ঘুরে যাবে ‘খেলা’?

এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার এই ভিডিও নিয়ে দাবি করেন, সেখানে যে মহিলা রয়েছেন তিনি পেশায় বার ডান্সার। সুকান্তর শেয়ার করা ভিডিওয় দেখা যাচ্ছে, হাসিমুখে একজন মহিলার সঙ্গে কথোপকথন করছেন নির্মল (Nirmal Ghosh)। ভিডিওর শুরুতেই ‘ফ্লাইং কিস’ দিতে দেখা যায় তাঁকে। মহিলার মুখ ঢেকে দেওয়া ছিল।

Trinamool Congress MLA Nirmal Ghosh

গতকাল সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার অশোকনগরে এই ভিডিও নিয়ে প্রতিক্রিয়া দেন সুকান্ত। তৃণমূলের (Trinamool Congress) ‘সংস্কৃতি’র প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এটাই তৃণমূলের কালচার, যে মহিলাকে করছেন তিনি সম্ভবত বার ডান্সার। এই নির্মল ঘোষের বিরুদ্ধে আরজি কর কাণ্ডে নির্ভয়ার দেহ হাইজ্যাক করে তাড়াতাড়ি দাহ করার অভিযোগ উঠেছিল। মুখ্যমন্ত্রী বলেন যে আমি এত মহিলাকে টিকিট দিয়েছি। তারা মহিলাকে কী নজরে দেখছেন বা কী উদ্দেশে রাজনীতিতে নিয়ে আসছেন, সেটা এই সকল নেতাদের দেখে তো বোঝাই যাচ্ছে’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর