বাংলা হান্ট ডেস্ক: শনিদেব (Shani Dev)……ন্যায়ের কারক, কর্মফলের দেবতা তিনি। প্রচলিত বিশ্বাস, এই ব্রহ্মাণ্ডে আজ পর্যন্ত অন্যায় করে শনিদেবের হাত থেকে পার পাননি কেউই। গরম গ্রহের গতিবিধি মানব জীবনে বিশাল প্রভাব ফেলে। তবে এবছরের শুরুতে মীন রাশিতে রুপোর পায়ে হাঁটবে শনিদেব। ফলে ভাগ্য খুলবে তিন তিনটি রাশির। মরচে পরা ভাগ্যও উঠবে জেগে। তবে সবার আগে জেনে নিন রুপোর পা সমন্ধে।
শনিদেবের (Shani Dev) রুপোর জুতো পরার অর্থ কি:
বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে, বড় ঠাকুরের চারটি পা রয়েছে। এই পা গুলি হচ্ছে সোনা, রুপো, তামা, লোহা। বিভিন্ন সময় বিভিন্ন পায়ে যাতায়াত করেন শনিদেব (Shani Dev)। যার ফলে আমাদের জীবনে কখনো ভালো সময় শুরু হয় আবার কখনো খারাপ সময় আসে। তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে, রুপোর পা সবথেকে বেশি শুভ। শনিদেব যখন রাশি পরিবর্তন করেন তখন যদি চাঁদ শনি থেকে দ্বিতীয়, পঞ্চম ও নবম ঘরে থাকে, তখনই বলা হয় রুপোর পা। আর এবার ২০২৫ এ শনিদেব রুপোর পায়ে মীন রাশিতে গমন করবেন। এর ফলে আগামী ২০২৭ পর্যন্ত তিন রাশির ভাগ্য সোনার মতো চমকাবে।
শনিদেবের (Shani Dev) প্রভাবে কোন কোন রাশির ভাগ্য ফিরতে চলেছে:
১) কর্কট রাশি: ২০২৫ সালে শনিদেব (Shani Dev) এই রাশির জাতক-জাতিকাদের নবম ঘরে অবস্থান করতে চলেছেন। ফলে আপনাদের জীবনে আর্থিক উন্নতি লেগেই থাকবে। এই সময় ব্যবসায় বিপুল উন্নতি করার যোগ রয়েছে। শুধু তাই নয় একই সাথে নতুন কিছু করার সুযোগ খুলে দেবেন বাবা বড় ঠাকুর। মামলা মোকদ্দমাতেও এই বছরগুলিতে আপনি শুভ ফল পাবেন। পাশাপাশি প্রাপ্তি যোগও রয়েছে।
আরও পড়ুনঃ “তবলা সম্রাট” জাকির কুরেশি থেকে হয়েছেন জাকির হুসেন, দেখে নিন উস্তাদের কিছু অজানা কাহিনী!
২) বৃশ্চিক রাশি: জ্যোতিষ শাস্ত্র অনুসারে, এই রাশির জাতক-জাতিকাদের পঞ্চম ঘরে অবস্থান করবেন বড় বাবা। এর ফলে জীবনে আগের তুলনায় সুখ আসবে। পারিবারিক সম্পর্ক আরো মজবুত হবে। বিশেষ করে এই সময় কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি লাভবান হবেন আপনি। যারা চাকরি খুঁজছেন তাদের এই সময় চাকরি পাওয়ার যোগ রয়েছে। বিদেশ ভ্রমণেরও সুযোগ আসতে পারে। পাশাপাশি নতুন সম্পত্তিও কিনতে পারেন।
আরও পড়ুনঃ শুনানির আগেই ভারতে চিন্ময় কৃষ্ণের আইনজীবী! ইসকন নিয়ে বড় অভিযোগ করে দিলেন কটাক্ষের উত্তর
৩) কুম্ভ রাশি: কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করবে শনিদেব (Shani Dev)। ফলে বেকার যুবক-যুবতীদের বেকারত্ব কাটবে। কর্মক্ষেত্রে পদোন্নতির পাশাপাশি বেতন বৃদ্ধিও হতে পারে। আগামী ২০২৭ পর্যন্ত জীবনে বিভিন্ন পরিবর্তন আসতে চলেছে। কঠোর পরিশ্রমের ফল হাতেনাতে পাবেন। দীর্ঘদিনের মনস্কামনাও আপনার পূর্ণ হবে। নতুন কিছু শুরুর পরিকল্পনা করলে এই সময়টিই আপনার জন্য উপযুক্ত।