অ্যাকশন মুডে মমতা বন্দোপাধ্যায়! কালীঘাটে বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো 

বাংলা হান্ট ডেস্কঃ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের পাঁচটি জেলার ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী শনিবার এই উপনির্বাচনের ফলাফল ঘোষণা হতে চলেছে। তার ঠিকএকদিন পরেই সোমবার জাতীয় কর্মসমিতির বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী সোমবার বিকেল চারটের সময় কালীঘাটে এই বৈঠক সম্পন্ন হতে চলেছে।

কালীঘাটে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও সেখানে উপস্থিত থাকবেন সুব্রত বক্সীসহ কর্মসমিতির অন্যান্য সদস্যরা। প্রসঙ্গত সামনেই ২০২৬-এর আসন্ন বিধানসভা নির্বাচন। তার আগেই  বাংলার এই ছয় কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল দেখেই চতুর্থবারের জন্য নীলবাড়ি দখলের নীল নকশা করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee)।

তাই বিধানসভা ভোটের আগে এই উপনির্বাচনকে তৃণমূলের প্রি টেস্ট বলা যেতেই পারে। এই নির্বাচনের ফলাফল দেখেই আসন্ন বিধানসভা নির্বাচনে নিজেদের মাটি শক্ত করতে আরও কি কি পদক্ষেপ নেওয়া দরকার তারই খসড়া তৈরি করতে চলেছে দল। তাছাড়া এই উপনির্বাচনের ফলাফল যে দলকে নতুন করে অক্সিজেন যোগাবে তা বলাই বাহুল্য।

এখন প্রশ্ন হল কালীঘাটের এই কর্মসমিতির বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হতে চলেছে? সূত্রের খবর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই  রণকৌশল সাজাতে একাধিক বিষয় আলোচনা হতে পারে এই বৈঠকে। তাছাড়া সামনেই শুরু হতে চলেছে বিধানসভা ও লোকসভার শীতকালীন অধিবেশন।

আরও পড়ুন: সিনিয়র নেতাদের তুমুল ঝগড়া! মাথা ব্যথাই নেই মমতা-অভিষেকের, নেপথ্যের কারণ জানেন?

সেক্ষেত্রে লোকসভায় তৃণমূলের অবস্থান কি হবে? তা নিয়েও আলোচনা হতে পারে, কর্মসমিতির বৈঠকে। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল দলের রদবদল। বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছে এই রদবদল। জানিয়ে ফিসফাস শোনা যাচ্ছে দলের শীর্ষ নেতাদের মধ্যেও। প্রসঙ্গত কিছুদিন আগেই এই রদবদলের প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee

দলনেত্রীর কাছে এই রদবদলের প্রস্তাব পেশ করার পরেই তা নিয়ে চর্চা কয়েকগুণ বেড়ে গিয়েছে। কে সরবেন? কে আসবেন? তা নিয়েই দলের সর্বস্তরের চর্চা কয়েকগুণ বেড়ে গিয়েছে। সাধারণত প্রত্যেক বছর ২১ জুলাই-এর পরেই দলের সাংগঠনিক স্তরের পরিবর্তনের কথা ঘোষণা করে তৃণমূল। কিন্তু এবার কোন কারণে এই ঘোষণা করা হয়নি। মনে করা হচ্ছে আসন্ন কর্মসমিতির বৈঠকেই এই রদবদল নিয়েও আলোচনা করা হতে পারে। তবে ঠিক কি বিষয়ে আলোচনার জন্য ওই বৈঠক ডাকা হচ্ছে সে সম্পর্কে এখনও পর্যন্ত দলের তরফে কোন তথ্য জানানো হয়নি।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর