অপেক্ষার অবসান! ২৩ জেলা থেকে আবেদন গ্রহণ শুরু WBPSC পরীক্ষার, কিভাবে অ্যাপ্লাই করবেন?

বাংলাহান্ট ডেস্ক : অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। ২০২৪ সালের ডাব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হল। WBPSC (West Bengal Public Service Commission) এই পরীক্ষার মাধ্যমে অফিসার নিয়োগ করে প্রশাসনিক, পুলিশ, পরিদর্শক, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে। ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে ২০২৩ সালের ডাব্লিউবিসিএস মেইন পরীক্ষা। এবার ২০২৪ সালের ডাব্লিউবিসিএস (WBCS) পরীক্ষার আবেদন গ্রহণ শুরু করল সরকার।

কিভাবে আবেদন করবেন WBPSC পরীক্ষায় ?

কোন পদে নিয়োগ : প্রশাসনিক, পুলিশ, পরিদর্শক, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদে গ্রুপ A, B, C, & D কর্মী নিয়োগ (Recruitment) করা হবে।

যোগ্যতা : এই পরীক্ষায় আবেদন জানানোর জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। সর্বনিম্ন ২১ বছর ও সর্বোচ্চ ৩৬ বছর বয়সী প্রার্থীরা আবেদন (Application) জানাতে পারবেন।

Public Service Commission WBCS Exam

আবেদন পদ্ধতি : পিএসসির (WBPSC) অফিসিয়াল ওয়েবসাইট https://psc.wb.gov.in এর মাধ্যমে আবেদন জানাতে হবে প্রার্থীকে। বৈধ মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। তারপর লগইন করে আবেদনপত্র পূরণ করতে হবে। সবশেষে আবেদনমূল্য মিটিয়ে সম্পূর্ণ করতে হবে আবেদন।

বাছাই প্রক্রিয়া : প্রার্থীদের প্রথমে দিতে হবে Preliminary পরীক্ষা। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে ডাকা হবে মেইন পরীক্ষায়। তারপর মেইনে উত্তীর্ণ হলে ইন্টারভিউ রাউন্ডে অংশগ্রহণ করতে হবে।

WBPSC interview

 

সিলেবাস : ২০০ নম্বরের ২টি পেপার থাকে প্রিলিমিনারি পরীক্ষায়।

পেপার ১ –

•ভারত ও বিশ্বের ইতিহাস।

•ভূগোল (ভারত এবং বিশ্ব)।

•ভারতের রাজনীতি এবং সুশাসন।

•সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন।

•বিজ্ঞান ও প্রযুক্তি।

•ভারতীয় সংস্কৃতি।

•সাম্প্রতিক ঘটনা।

•পরিসংখ্যান ও গাণিতিক দক্ষতা।

আরোও পড়ুন : ধামাকাদার প্ল্যান! মাসে খরচ মাত্র ১০০ টাকা! BSNL রিচার্জে বছরভর যা সুবিধা পাবেন… কল্পনার বাইরে

পেপার ২-

•গাণিতিক দক্ষতা।

•যুক্তির ক্ষমতা ও বিশ্লেষণী ক্ষমতা।

•তথ্য বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণ।

•কম্পিউটার অপারেশনস।

•ভাষা দক্ষতা।

৬ টি লিখিত পেপার পরীক্ষা নেওয়া হয় মেইনসে। ২টি পেপার ভাষার (Compulsory) এবং ৪টি সিলেবাস ভিত্তিক পেপার থাকে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর