শামীর প্রশংসা করতে গিয়ে, ধর্ম টেনে আনলেন পাকিস্তানি ক্রিকেটার

বাংলা হান্ট ডেস্ক: মহম্মদ শামীর প্রশংসা করতে গিয়ে ধর্মের প্রসঙ্গ টেনে আনলেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার আব্দুল রজ্জাক। পাকিস্তানের এক টিভি চ্যানেলের জন্য ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে, ভারতীয় বোলিং বিভাগের পর্যালোচনা করতে গিয়ে, মহম্মদ শামির কথা উঠতেই তিনি আচমকা তাঁর ধর্ম টেনে আনলেন আব্দুল রজ্জাক। পাকিস্তানের ক্রিকেট তারকা একাজ ইচ্ছে করেই করেছেন তা স্পষ্ট বুঝতে পেরেছে সকলে।

images 1

ভুবনেশ্বর কুমার সম্পূর্ণ ফিট না থাকায় ভারতীয় ক্রিকেট দলের নিয়মিত বোলার হিসেবে সুযোগ পায় মহম্মদ শামি। ইতিমধ্যেই একটি ম্যাচে হ্যাটট্রিক করে রেকর্ড গড়ে ফেলেছেন তিনি। চার ম্যাচে তিনি পেয়েছেন ১৪ টি উইকেট। ক্রিকেট জগতের সকলেই শামীর এই পারফরমেন্সে মুগ্ধ, প্রশংসা করছে সকলেই, সেরকম ভাবেই রাজ্জাক পাকিস্তানের টিভি শোতে, তার প্রশংসা করতে গিয়ে টেনে আনলেন ধর্মের জিগির।

এই টিভি শো-তে রজ্জাক বলেছেন, ”শামি খুব ভাল পারফর্ম করছে। এটা আমাদের জন্যও ভাল খবর। ও একজন মুসলিম। তাই জন্যই ও ইংল্যান্ডের বিরুদ্ধে মন দিয়ে খেলেছে ও ভাল পারফর্ম করতে পেরেছে।”

সম্পর্কিত খবর