বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ প্রায় দু’বছর চার মাস নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় জেলবন্দি। মায়ের মৃত্যুতে বৃহস্পতিবার প্যারোলে মুক্তি পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। মায়ের অন্ত্যেষ্টি ও পারলৌকিক ক্রিয়ায় যোগদানের জন্যই সাময়িক মুক্ত করা হয়েছে অর্পিতাকে। সূত্রের খবর, গতকাল সন্ধ্যায় মায়ের শেষযাত্রায় অংশ নেন অর্পিতা। পুলিশ বাহিনী ঘিরে রেখেছিল তাকে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্পিতা বলেন, ‘দুর্ভাগ্য, আমার দুর্ভাগ্য…’,। শুধু এইটুকুই। আর সেভাবে কিছু বলতে পারেননি অর্পিতা মুখোপাধ্যায়। বৃহস্পতিবার তার মা প্রয়াত মিনতি মুখোপাধ্যায়ের (৮৪) আড়িয়াদহ শ্মশানে দাহকার্য হয়। সেখানেই ছিলেন অর্পিতা। আপাতত দু’দিন তিনি বাড়িতেই থাকবেন।
২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। সেই থেকে জেলবন্দি তিনি। বৃহস্পতিবার ধৃতের প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করে বিশেষ আদালত। প্রথমে শোনা গিয়েছিল মায়ের মৃত্যুর কারণে অর্পিতাকে পাঁচ দিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। পরে শোনা যায় দু’দিনের জন্য মুক্তি পেয়েছেন অর্পিতা।
অর্পিতার পরিবার সূত্রে খবর, অর্পিতা প্যারোলে মুক্তি পেয়ে আপাতত দু’দিন বাড়িতেই থাকবেন। প্যারোলের অর্ডার কপি দেখেই তার মায়ের শ্রাদ্ধানুষ্ঠান হওয়া পর্যন্ত অর্পিতা বাড়িতে থাকবেন কি না সে বিষয়ে জানা যাবে। প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় ২০২২ সালের ২২ জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করে ইডি।
আরও পড়ুন: মন্দারমণির হোটেল ভাঙার নির্দেশ! হাইকোর্টে মামলা উঠতেই বড় রায় দিলেন বিচারপতি সিনহা
সে বছর জুলাই মাসেই পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ প্রায় ৫০ কোটি টাকা সহ কেজি কেজি সোনার গয়না উদ্ধার করে তদন্তকারী সংস্থা। কাঁড়ি কাঁড়ি টাকার পাহাড় উদ্ধারের পর গ্রেফতার করা হয় অর্পিতাকেও। তারপর থেকে জেলেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় ও বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। মাঝের সময়ের মধ্যে একাধিকবার জামিনের আবেদন জানান অর্পিতা তবে মঞ্জুর হয়নি।