বাংলাহান্ট ডেস্ক : পরপর হিট ছবি উপহার দিয়ে বলিউডের ইয়াং ব্রিগেডের মুখ হয়ে উঠেছেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। ‘পেয়ার কা পঞ্চনামা’ ছবির হাত ধরে তাঁর কেরিয়ারের সূত্রপাত। অচিরেই নায়ক হিসেবে ইন্ডাস্ট্রিতে পায়ের তলার মাটি শক্ত করতে শুরু করেন তিনি। মাঝে কিছুটা নড়বড়ে পরিস্থিতি তৈরি হলেও এখন বেশ গতি নিয়েছে তাঁর কেরিয়ারের চাকা। বিশেষ করে বিগত দু বছরে লক্ষণীয় উন্নতি হয়েছে কার্তিকের (Kartik Aaryan)।
কেরিয়ারের চাকা দ্রুত গড়াচ্ছে কার্তিকের (Kartik Aaryan)
মিষ্টি হাসি, হ্যান্ডসাম লুকস আর প্রাণখোলা মেজাজের জন্য সুপরিচিত কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। ইতিমধ্যেই বেশ কিছু ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি। তবে সাম্প্রতিক কয়েকটি ছবিতে বেশ সাফল্যের মুখ দেখতে পেয়েছেন অভিনেতা। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ভুলভুলাইয়া ৩’ ১৫০ কোটি ছাড়িয়ে গিয়েছে বক্স অফিসে। রোম্যান্টিক থেকে কমেডি ঘরানার ছবি তাঁর বিশেষত্ব হলেও ফ্রেডি বা চন্দু চ্যাম্পিয়ন এর মতো ছবিতেও অভিনয় দক্ষতা দেখিয়েছেন কার্তিক (Kartik Aaryan)।
ছবির জন্য কত পারিশ্রমিক নেন: অক্ষয় কুমারের পর ভুলভুলাইয়া ফ্র্যাঞ্চাইজিতে তাঁর জায়গা নিয়েছেন কার্তিক (Kartik Aaryan)। তবে পরপর দুটি ছবিতেই বেশ দর্শক টেনেছেন তিনি। ভুলভুলাইয়া ২ হিট হওয়ার পর তৃতীয় ছবিটিও বক্স অফিসে সফল হয়েছে। শোনা যায়, ভুলভুলাইয়া ২ এর সাফল্যের পরেই এক ধাক্কায় পারিশ্রমিক অনেকটাই বাড়িয়ে দিয়েছিলেন কার্তিক (Kartik Aaryan)। দ্বিতীয় ছবিটির জন্য যেখানে ১৫ কোটি টাকা পেয়েছিলেন তিনি, সেখানে তৃতীয় সিক্যুয়েলের জন্য তিনি নিয়েছেন ৪৫-৫০ কোটি টাকা।
আরো পড়ুন : এই সুপারহিট ছবির প্রস্তাব এসেছিল, প্রসেনজিতের ছেড়ে দেওয়া সুযোগ লুফে নিয়ে সুপারস্টার হন সলমন
আয় করেন বিভিন্ন ব্র্যান্ড থেকেও: রিপোর্ট বলছে, গত দুই বছরে ছবির সাফল্যের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কার্তিকের (Kartik Aaryan) উপার্জন। জানিয়ে রাখি, ছবিতে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন নামী দেশীয় এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের মুখ তিনি। এইসব ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে একটা মোটা অঙ্কের টাকা উপার্জন করেন তিনি। শোনা যায়, এক একটি ব্র্যান্ড থেকে প্রায় ৩-৫ কোটি টাকা আয় করেন তিনি।
আরো পড়ুন : ২১ বছর পরেও অব্যাহত শাহরুখ ম্যাজিক, পুনর্মুক্তি পেয়ে ‘কাল হো না হো’র ব্যবসা ছাড়াল কোটির অঙ্ক!
এছাড়াও রিয়েল এস্টেটেও রয়েছেন কার্তিক (Kartik Aaryan)। গত বছরের জুনেই প্রায় ১৭.৫ কোটি টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনেছিলেন তিনি। সেখান থেকে মাসে ভাড়া বাবদ সাড়ে চার লক্ষ টাকা পেয়ে থাকেন অভিনেতা। এছাড়াও বিভিন্ন অ্যাওয়ার্ড শো এবং ব্যক্তিগত ইভেন্টে পারফরম্যান্স তো রয়েছেই। সেখান থেকেও মোটা অঙ্কের টাকা আসে তাঁর। সূত্রের খবর মানলে, কার্তিকের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৫০ কোটি।