অ্যাকাউন্টে ঢুকবে ১৩,১৫৮ টাকা! চুক্তিভিত্তিক শ্রমিকদের DA বাড়াল রাজ্য সরকার! কবে থেকে মিলবে?

বাংলা হান্ট ডেস্কঃ বছর শেষের আগেই বড় সুখবর! এবার রাজ্যের শ্রমিকদের জন্য বড় সিদ্ধান্ত নিল সরকার। বিগত কয়েক সপ্তাহ ধরেই নানান রাজ্যের তরফ থেকে সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বৃদ্ধির খবর আসছে। এবার শ্রমিকদের মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সম্প্রতি শ্রম বিভাগের তরফ থেকে জেলার শ্রমিকদের ডিএ বাড়ানোর ঘোষণা করা হয়েছে।

  • শ্রমিকদের ডিএ (Dearness Allowance) বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্য সরকারের!

সম্প্রতি ছত্তিশগড় সরকারের (Government of Chhattisgarh) তরফ থেকে রাজ্যের শ্রমিকদের মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষ্ণু দেও সাই সরকারের শ্রম বিভাগ এই নিয়ে একটি আদেশ জারি করেছে। জানানো হয়েছে, ১ অক্টোবর ২০২৪ থেকে আগামী ২০২৫ সালের ৩১ মার্চ অবধি এই আদেশ কার্যকর থাকবে।

রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে, নানান সরকারি দফতর এবং অন্যান্য চুক্তিভিত্তিক চাকরিতে কর্মরত শ্রমিকদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে। রিপোর্ট বলছে, অদক্ষ শ্রমিকদের ক্ষেত্রে ১০,৯৪৮ টাকা, অর্ধদক্ষ শ্রমিকদের ক্ষেত্রে ১১,৫৯৮ টাকা, দক্ষ শ্রমিকদের ক্ষেত্রে ১২,৩৭৮ টাকা এবং উচ্চ দক্ষতাসম্পন্ন শ্রমিকদের ক্ষেত্রে ১৩,১৫৮ টাকা মাসিক বেতন ঠিক করা হয়েছে।

আরও পড়ুনঃ মৃত ব্যক্তিরও রেহাই নেই! আরজি করের ভেতর যা হতো … এবার ফাঁস চাঞ্চল্যকর তথ্য!

  • অদক্ষ, অর্ধদক্ষ, দক্ষ এবং উচ্চ দক্ষতাসম্পন্ন শ্রমিকদের কত করে মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়ল?

অদক্ষ শ্রমিক

‘এ’ ক্যাটাগরি- ১০,৯৪৮ টাকা।

‘বি’ ক্যাটাগরি- ১০,৬৮৮ টাকা।

‘এস’ ক্যাটাগরি- ১০, ৪২০ টাকা।

অর্ধদক্ষ শ্রমিক

‘এ’ ক্যাটাগরি- ১১,৫৯৮ টাকা।

‘বি’ ক্যাটাগরি- ১১,৩৩৮ টাকা।

‘এস’ ক্যাটাগরি- ১১,০৭৮ টাকা।

Dearness Allowance DA hike

দক্ষ শ্রমিক

‘এ’ ক্যাটাগরি- ১২,৩৭৮ টাকা।

‘বি’ ক্যাটাগরি- ১২,১১৮ টাকা।

‘এস’ ক্যাটাগরি- ১১,৮৫৮ টাকা।

উচ্চদক্ষতাসম্পন্ন শ্রমিক

‘এ’ ক্যাটাগরি- ১৩,১৫৮ টাকা।

‘বি’ ক্যাটাগরি- ১২,৮৯৮ টাকা।

‘এস’ ক্যাটাগরি- ১২,৬৩৮ টাকা।

শ্রমিকদের ডিএ (Dearness Allowance) বৃদ্ধি নিয়ে জেলা শ্রম অধিকারী সুরজ কুমার বলেন, ‘এই আদেশে শ্রমিকদের দৈনিক ও মাসিক মজুরির হার সংশোধন করা হয়েছে। মহার্ঘ ভাতা, যাকে পরিবর্তনশীল মহার্ঘ ভাতা বলা হয়, এখন বেতনের সঙ্গে যোগ করা হবে। এই ভাতা বেতনভোগী শ্রমিকদের জন্য প্রযোজ্য হবে। এর উদ্দেশ্য হল শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং মুদ্রাস্ফীতির প্রভাব থেকে মুক্তি দেওয়া’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর