এত্ত ছুটি সব মাটি! ২০২৫ সালে সরকারি কর্মচারীদের ছুটি কবে কবে? তালিকা দিল নবান্ন

বাংলা হান্ট ডেস্কঃ নভেম্বর প্রায় শেষের পথে। আর একটা মাস। তারপরই নতুন বছর। দেখতে দেখতে চোখের পলকে যেন কেটে গেল ২০২৪। আগামী মাসেই রয়েছে একাধিক ছুটির সুযোগ (Government Holiday)। এদিকে সম্প্রতি নতুন বছরের ছুটির তালিকাও প্রকাশ করেছে নবান্ন (Nabanna)। ২০২৫ সালে কবে কবে বন্ধ থাকছে অফিস-কাছারি? দেখুন তালিকা।

শুরুতেই মন খারাপের খবর! ২০২৫ সালে ৮টি ছুটির দিন পড়েছে রবিবার। ২০২৫ সালে স্বামী বিবেকানন্দর জন্মদিন, প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি), সরস্বতী পুজো (২ ফেব্রুয়ারি) পড়েছে রবিবার। গতবার থেকে রামনবমীতেও ছুটি দিচ্ছে রাজ্য। আগামী বছর রামনবমী পড়েছে (৬ এপ্রিল) রবিবার। মহরম (৬ জুলাই), রাখিপূর্ণিমা (৯ অগস্ট), ভানুভক্তের জন্মদিন, মহালয়া এবং দুর্গাপুজোর মহা ষষ্ঠী সবই রবিবার পড়ায় বাড়তি ছুটি মিলবে না সরকারি কর্মীদের।

তবে সরস্বতী পুজো রবিবার পড়লেও তার পরেরদিন অর্থাৎ সোমবারও ছুটি দেওয়া হয়েছে। এনআই অ্যাক্টে ২০২৫ সালে ছুটি রয়েছে মোট ২৫ দিন। আবার রাজ্য সরকার আরও ২১ দিন ছুটি দিচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে মোট ৪৭ দিন ছুটি মিলছে।

দেখুন তালিকা:

holiday 2

আগামী বছরের পুজোর ছুটি…

২০২৫ সালে সেপ্টেম্বর মাস থেকে শুরু দুর্গাপুজো। ২৮ সেপ্টেম্বর পড়েছে ষষ্ঠী। এরপর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে পুজোর ছুটি। শোনা যাচ্ছে, পরের বারও চতুর্থীর দিন থেকেই রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি দেওয়া যাবে। অর্থাৎ ২৬ সেপ্টেম্বর শুরু ছুটি। এরপর কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ৬ অক্টোবর। সবমিলিয়ে ৮ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। পুজোর ছুটি খুলতে পারে একেবারে ৯ অক্টোবর।

আরও পড়ুন: বাড়বে শীত! আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কেমন থাকবে আবহাওয়া? আবহাওয়ার খবর

কালীপুজো পড়েছে ২০ অক্টোবর। ২৩ অক্টোবর ভাইফোঁটা। তবে কালীপুজো এবং ভাইফোঁটা মিলিয়ে টানা এক সপ্তাহের মতো ছুটি মিলতে পারে সরকারি কর্মীদের। এদিকে শেষের মতো বছরের শুরুর দিকেও থাকছে লম্বা উইকেন্ড। ২ ফেব্রুয়ারি সরস্বতী পুজো পড়েছে রবিবার। তার পর সোমবারও ছুটি দেয়ায় পরপর তিন দিন ছুটির সুযোগ থাকবে। ২৫ সালে দোল পড়েছে ১৪ মার্চ (শুক্রবার)। ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন ও শবে বরাতের জন্য শুক্রবার ১৪ ফেব্রুয়ারি ছুটি। ফলে তখনও টানা তিন দিন ছুটি পাওয়া যাবে। আবার ১৫ অগস্টও পড়েছে শুক্রবার। সেই সময়ও টানা ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এরম টানা ছুটির সুযোগ আরও বেশ কয়েকবার রয়েছে ২০২৫ সালে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর