বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবারই ২০২৫ সালে রাজ্য সরকারি কর্মচারীদের (Government Employees) ছুটির তালিকা প্রকাশ করেছে নবান্ন। এনআই অ্যাক্টে ২০২৫ সালে ছুটি রয়েছে মোট ২৫ দিন। আবার রাজ্য সরকার (State Government) আরও ২১ দিন ছুটি দিচ্ছে। একের পর এক বাড়তি ছুটি ভরে ভরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে মোট ৪৭ দিন ছুটি রয়েছে নতুন বছরে। এই নিয়েই এবার রাজ্য সরকারকে তুমুল কটাক্ষ রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ।
প্রতি বছরই সরকারি কর্মীদের সুবিধার কথা ভেবে একগুচ্ছ ছুটি দেয় পশ্চিমবঙ্গ সরকার। এবারেও তার অন্যথা হয়নি। দুর্গাপুজোর সময় সেই চতুর্থী থেকে কোজাগরী লক্ষ্মীপুজো মিলিয়ে টানা প্রায় দু’সপ্তাহ ছুটি দেওয়া হয়েছে। কালীপুজোর সময় টানা এক সপ্তাহ ছুটি থাকছে। তবে ডিএ আন্দোলনের মাঝে এই ছুটি নিয়েও কটাক্ষ করতে দেখা গেল রাজ্য সরকারি কর্মচারীদের।
ছুটির তালিকা দেখে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, ‘২০২৫ সালের পশ্চিমবঙ্গ সরকারের ছুটির তালিকা… রাজ্য ডিএ প্রদানে লাস্ট হলেও ছুটি প্রদানে ফার্স্ট। মাননীয়া মুখ্যমন্ত্রীও তা স্বীকার করে বলেছেন, ডিএ কম হলেও এই রাজ্যে সরকারি কর্মীদের ছুটি প্রচুর, তাই কর্মীদের ভ্যালু অ্যাড করতে হবে। সত্যিই বড় বিচিত্র যুক্তি।’
আরও পড়ুন: নৈহাটিতে জয়ী তৃণমূল, ৬ কেন্দ্রেই সবুজ ঝড়! BJP-র সুকান্ত বলছেন, ‘২০২৬ সালে…’
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন। ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এদিকে দীপাবলির আগে সরকারি কর্মীদের ৩% ডিএ বৃদ্ধি করেছে মোদি সরকার। আগে ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এবারে তিন শতাংশ বৃদ্ধি পাওয়ায় ডিএ বেড়ে হয়েছে ৫৩ শতাংশ। তারপর থেকেই ফুঁসে উঠেছে বাংলার সরকারি কর্মীরা। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে ৫৩ শতাংশ হওয়ায় কেন্দ্রীয় কর্মীদের সঙ্গে রাজ্যের কর্মচারীদের ডিএ-র ফারাক বেড়ে হয়েছে ৩৯ শতাংশ।