’২৫ নভেম্বরের মধ্যে…’! লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেও মিলছে না টাকা? এবার বড় নির্দেশ নবান্নের

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ সরকারের জনদরদী প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)। ২০২১ বিধানসভা নির্বাচনের পর এই স্কিমের (Government Scheme) সূচনা হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের মাসিক ভাতা প্রদান করা হয়। তবে এখনও এমন অনেক মহিলা রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করলেও টাকা পাননি। এবার এই নিয়েই বড় নির্দেশ দিয়ে দিল নবান্ন।

  • লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) নিয়ে নবান্নের বড় নির্দেশ!

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে একাধিক জনদরদী প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এমনই একটি স্কিম হল লক্ষ্মীর ভাণ্ডার। তবে এই প্রকল্পে আবেদন করেছেন, এমন প্রচুর উপভোক্তাদের অনুমোদন দেওয়া এখনও বাকি। এবার সরকারের তরফ থেকে সেই কাজ শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হল।

জানা যাচ্ছে, যে যে উপভোক্তারা লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) জন্য আবেদন করেছেন, তবে এখনও অনুমোদন দেওয়া হয়নি, তাঁদের আগামী ২৫ নভেম্বরের মধ্যে অনুমোদন দিতে হবে। সরকারের তরফ থেকে এবার এমনই নির্দেশ এসেছে বলে খবর। জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতার মতো প্রকল্পগুলি নিয়ে তৎপর নারী ও শিশু সুরক্ষা কল্যাণ দফতর।

আরও পড়ুনঃ নৈহাটিতে জয়ী তৃণমূল, ৬ কেন্দ্রেই সবুজ ঝড়! BJP-র সুকান্ত বলছেন, ‘২০২৬ সালে…’

রিপোর্ট বলছে, আগামী ১ ডিসেম্বর থেকেই নয়া উপভোক্তারা লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতার মতো প্রকল্পগুলির মাসিক ভাতা পাবেন। তার আগে কোনও আবেদনকারীর অনুমোদন দেওয়া যাতে বাকি না থাকে সরকার (Government of West Bengal) সেটাই নিশ্চিত করতে চাইছে বলে খবর। জানা যাচ্ছে, ইতিমধ্যেই এর জন্য রাজ্যের নারী ও শিশু সুরক্ষা কল্যাণ দফতরের তরফ থেকে জেলায় জেলায় নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে।

lakshmir bhandar

এদিকে সম্প্রতি মুখ্যমন্ত্রী নিজে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) নিয়ে বড় ঘোষণা করেছেন। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মমতা বলেন, এবার রাজ্য সরকারের এই প্রকল্পে নতুন করে আরও ৫ লক্ষ মহিলার নাম যুক্ত হচ্ছে। ডিসেম্বর মাস থেকেই অ্যাকাউন্টে ভাতার টাকা পাঠিয়ে দেবে সরকার। আগামী মাস থেকে বাংলার ২ কোটি ২১ লক্ষ মহিলা এই স্কিমের সুবিধা পাবেন বলে জানিয়েছেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর