বাংলা হান্ট ডেস্কঃ নয়া বেতন কমিশনের দাবিতে দীর্ঘদিন ধরেই সরব সরকারি কর্মীদের (Government Employees) একাংশ। অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) কবে গঠিত হবে সেটা নিয়ে চলতি নভেম্বর মাসেই একটা ধারণা পাওয়া যাবে বলে মনে করছিলেন অনেকে। তবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সেই আশা পূরণ হবে না বলেই আপাতত জানা যাচ্ছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, নভেম্বরে সম্ভবত এই বিষয়ে কোনও আভাস মিলবে না। তবে আগামী মাসে কিছু জানা যেতে পারে।
সরকারি কর্মীদের (Government Employees) ডিএ নিয়েও বড় খবর!
কেন্দ্র (Central Government) এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে নানান সমস্যা সমাধানের জন্য মধ্যস্থতা করে ন্যাশানাল কাউন্সিল অফ দ্য জয়েন্ট কনসালটিভ মেশিনারি। সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি মাসে তাদের বৈঠক হওয়ার কথা ছিল। তবে সংশ্লিষ্ট সংগঠনের দুই নেতা জানিয়েছেন, কেন্দ্রের কর্মীবর্গ দফতরের সচিব বদল হওয়ায় সেই পরিকল্পনায় খানিক বদল হয়েছে।
ক্যাবিনেট সেক্রেটারি ন্যাশানাল কাউন্সিল অফ দ্য জয়েন্ট কনসালটিভ মেশিনারির পৌরহিত্য করেন। এছাড়া বহু আমলা ও সরকারি কর্মীরা (Government Employees) রয়েছেন। জানা যাচ্ছে, ইতিমধ্যেই সংশ্লিষ্ট সংগঠনের সচিব জানিয়েছেন, কেন্দ্রের কাছে দু’টি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। শিবগোপাল মিশ্র বলেন, ওই বৈঠকে অষ্টম বেতন কমিশনের বিষয়টি অবশ্যই উত্থাপিত হবে। সেখান থেকেই নয়া বেতন কমিশন কবে কার্যকর হতে পারে সেটার একটা আভাস পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ ’২৫ নভেম্বরের মধ্যে…’! লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেও মিলছে না টাকা? এবার বড় নির্দেশ নবান্নের
এদিকে উৎসবের মরসুমে সপ্তম বেতন কমিশনের অধীন বেতন পাওয়া কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হয়েছে। ৩% মহার্ঘ ভাতা বাড়িয়েছে সরকার। বর্তমানে ৫৩% হারে ডিএ (Dearness Allowance) পাচ্ছেন তাঁরা। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, নয়া বছরে ফের সুখবর পেতে পারেন সংশ্লিষ্ট সরকারি কর্মীরা।
এমনিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) সাধারণত বছরে দু’বার ডিএ বাড়ানো হয়। চলতি বছরও এর অন্যথা হয়নি। একাধিক রিপোর্ট অনুযায়ী, আগামী বছর জানুয়ারি থেকে ফের এক দফায় তাঁদের মহার্ঘ ভাতা বাড়াতে পারে সরকার। জানুয়ারি মাস থেকে তা কার্যকর হলেও মার্চ মাসে এর ঘোষণা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।