বাংলা হান্ট ডেস্কঃ রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় জামিন। এবার বিদেশযাত্রারও অনুমতি পেয়ে গেলেন ব্যবসায়ী বাকিবুর রহমান (Bakibur Rahaman)। দুবাই যেতে পারেন তবে রয়েছে একগুচ্ছ শর্তও। জানিয়ে দিল ইডির বিশেষ আদালত। সূত্রের খবর, দশদিনের জন্য রেশন দুর্নীতিতে ধৃত বাকিবুরকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। ২৫ নভেম্বর বাকিবুর দুবাই যেতে চাইছেন। আদালতের নির্দেশ অনুযায়ী তাকে ফিরতে হবে ৫ ডিসেম্বরের মধ্যে। এদিকে রেশন দুর্নীতি মামলায় এখনও জেলবন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক (Jyotipriya Mallick)।
গত বছর অক্টোবর মাসে রেশন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick) গ্রেফতার করে ইডি (Enforcement Directorates)। এই বাকিবুরের (Bakibur Rahaman) সূত্র ধরেই তাকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় সংস্থা। বাকিবুর ও জ্যোতিপ্ৰিয় দুজনেই রেশন দুর্নীতি মামলায় বন্দি ছিলেন। তবে আগস্ট মাসে বাকিবুর রহমান জামিন পান রেশন দুর্নীতি মামলায়।
অগস্ট মাসে শর্তসাপেক্ষ জামিন পেয়েছিলেন বাকিবুর। জামিনের শর্ত অনুযায়ী, তাকে পাসপোর্ট ইডির কাছে জমা রাখতে হবে। তবে এরই মধ্যে বিদেশে যেতে চেয়ে আবেদন জানান তিনি। বিশেষ আদালতে আবেদন করে বাকিবুর বলেন, তার পরিবার দুবাইয়ে থাকেন। তাদের সঙ্গে দেখা করতে চেয়েই বিদেশ যাওয়ার আর্জি জানান তিনি। এদিকে বাকিবুরের আবেদনের বিরোধিতা করে ইডি।
আরও পড়ুন: ১ জানুয়ারি থেকেই…! সরকারি কর্মীদের নতুন বেতন কমিশন কবে? DA নিয়েও হাতেগরম আপডেট
ইডির আশঙ্কা ছিল, বিদেশে নিজের সম্পত্তি বিক্রি করে দিতে পারেন বাকিবুর। আগেই অবশ্য তার আর্থিক কেলেঙ্কারির সঙ্গে দুবাই যোগের কথা আদালতে জানিয়েছিল ইডি। তবে রেসিডেন্সিয়ার ভিসার পুনর্নবীকরণ ও ব্যবসার কাজে দুবাই যাওয়ার আর্জি জানান বাকিবুর। এরপরই তাকে শর্তসাপেক্ষ অনুমতি দিয়েছে আদালত।