বাংলা হান্ট ডেস্কঃ ৬ আসনের বিধানসভা উপনির্বাচনে চমক দেখাতে ব্যর্থ। এর মাঝেই শিরোনামে সিপিএমের (CPM) চাকরি দেওয়ার খবর। সম্প্রতি সমাজমাধ্যমে নিয়োগের বিজ্ঞাপন দিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। কোন কোন পদে লোক নেওয়া হবে, কীভাবে আবেদন করতে হবে, সবটাই জানানো হয়েছে সেখানে।
‘চাকরি’ দিচ্ছে সিপিএম (CPM)!
সম্প্রতি নিজের সমাজমাধ্যমে একটি পোস্ট করেন বাম নেতা মহম্মদ সেলিম (Md Salim)। সেই পোস্টের মাধ্যমেই নানান পদে লোক নেওয়ার কথা জানানো হয়েছে। কনটেন্ট রাইটার থেকে গ্রাফিক ডিজাইনার, ডিজিটাল মার্কেটিং এগজিকিউটিভ থেকে রাজনৈতিক বিশ্লেষক, একাধিক পদে অভিজ্ঞতাসম্পন্ন লোক খুঁজছে সিপিএম।
কনটেন্ট রাইটার পদে যেমন ২-৫ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। গ্রাফিক ডিজাইনার ও ডিজিটাল মার্কেটিং এগজিকিউটিভের ক্ষেত্রে যথাক্রমে ২ থেকে ৭ বছরের অধিক এবং ৫ বছরের অধিক অভিজ্ঞতাসম্পন্ন লোক চেয়েছেন সেলিমরা। রাজনৈতিক বিশ্লেষকের ক্ষেত্রে আবার চাওয়া হয়েছে ৪ থেকে ৮ বছরের অধিক অভিজ্ঞতা। একইসঙ্গে পলিটিক্যাল ইন্টার্নও নেওয়া হবে বলে বিজ্ঞাপনে জানানো হয়েছে। সেক্ষেত্রেও ১-৩ বছরের অভিজ্ঞতা চেয়েছে সিপিএম (CPM)।
আরও পড়ুনঃ মমতাতেই আস্থা বাংলার! ভোটবাক্সে পড়ল না আরজি করের ছায়া! কোন মন্ত্রে ছয়ে-ছয় তৃণমূলের?
বিজ্ঞাপনের নীচে একটি কিউআর কোড দেওয়া হয়েছে। তার মাধ্যমেই ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। সেই সঙ্গেই দেওয়া হয়েছে একটি ইমেল আইডিও। এদিকে ইতিমধ্যেই সেলিমের এই পোস্ট নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। তাহলে কি এবার তৃণমূল-বিজেপির রাস্তায় হাঁটছেন সেলিমরা? ‘হাল’ ফেরাতে খোঁজ চলছে কোনও ‘স্ট্র্যাটেজিস্ট’এর? মাথাচাড়া দিয়েছে এমন নানান প্রশ্ন।
এই বিষয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘সমাজমাধ্যম মানে সমাজের সঙ্গে কানেক্ট করা। মাধ্যম হল প্রযুক্তি। যারা প্রযুক্তি জানে, তাঁদের কাছে শেখার রয়েছে। এর মধ্যে সৃজনশীলতা রয়েছে। আমাদের তরুণ, সাংস্কৃতিক ফ্রন্টের লোকেদের প্রশিক্ষণ প্রয়োজন। পাশাপাশি কাজ করলে নিজেদের সক্ষমতা বৃদ্ধি পাবে। সিপিএমের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি পাবে। দলের বাইরে অনেকে থাকে যারা সমর্থক, দরদী। সবাইকে নিয়ে মানবসম্পদ তৈরি হয়’।
ইতিমধ্যেই সিপিএমের (CPM) রাজ্য সম্পাদকের এই ‘চাকরি’র পোস্ট নিয়ে চর্চা শুরু হয়েছে। সেই সঙ্গেই বেতনের প্রসঙ্গও উঠে এসেছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, এই কাজ করতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তির ভলান্টিয়ারি কাজ করার মানসিকতা থাকতে হবে। এছাড়া এমন অনেক মানুষ রয়েছেন যারা দলের শুভানুধ্যায়ী, সমর্থক, দরদী। তবে সরাসরি পার্টির হয়ে কাজ করতে পারেন। তাঁরা চাইলে এভাবে কাজ করতে পারেন। তবে কতজন লোককে নেওয়া হবে সেটা এখন চূড়ান্ত করা হয়নি বলে খবর। খুব বেশি না হলেও বেতনও প্রদান করা হবে বলে খবর।