4G-র পর এবার সস্তায় 5G ফোন আনতে চলেছেন আম্বানি! আমেরিকার এই সংস্থার সাথে মেলালেন হাত

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ভারতের সবথেকে বৃহৎ টেলিকম কোম্পানি হিসেবে বিবেচিত হচ্ছে মুকেশ আম্বানির Reliance Jio। মাত্র কয়েক বছরের মধ্যেই এই টেলিকম সংস্থা তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। যার ওপর ভর করে দেশের কোটি কোটি ব্যবহারকারী এখন Jio-র সঙ্গে যুক্ত।

সস্তায় 5G ফোন আনতে চলেছে Reliance Jio:

জানিয়ে রাখি, Reliance Jio তার গ্রাহকদের বিভিন্ন ধরণের পরিষেবা প্রদান করে। রিচার্জ প্ল্যানের পাশাপাশি, বাজারে Jio-র একাধিক সস্তা 4G ফোনও পাওয়া যাচ্ছে। তবে, Jio ইতিমধ্যেই 5G নেটওয়ার্কে দ্রুত প্রসারিত করছে। যার ফলে ব্যবহারকারীরা আরও ভালো পরিষেবা পাচ্ছেন।

Reliance Jio is going to bring cheap 5G phones.

Jio-র 5G নেটওয়ার্ক দ্রুত প্রসারিত হচ্ছে: প্রসঙ্গত উল্লেখ্য, অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে Reliance Jio। এর জন্য Jio আমেরিকান কোম্পানি Qualcomm-এর সাথেও কাজ করছে। Jio-র ভাইস প্রেসিডেন্ট সুনীল দত্ত এক বিবৃতিতে বলেছেন যে, “আমরা সমস্ত স্মার্টফোন কোম্পানির সাথে কাজ করছি। ডিভাইস ম্যানুফ্যাকচারিং এবং পার্টনার ব্র্যান্ডের ওপরেও কাজ করা হচ্ছে। 5G স্মার্টফোন নেটওয়ার্ক উন্নত করার ক্ষেত্রেও কাজ করা হচ্ছে।”

আরও পড়ুন: লাগাতার তৃতীয় সেঞ্চুরি! T20 ক্রিকেটে ইতিহাস গড়লেন ভারতের এই তারকা খেলোয়াড়, উচ্ছ্বসিত অনুরাগীরা

Jio-র 5G ফোন শীঘ্রই আসতে পারে: Reliance Jio-র ভাইস প্রেসিডেন্ট সুনীল দত্ত জানিয়েছেন, “আমরা Qualcomm-এর সাথেও কাজ করছি। কারণ আমরা একটি সাশ্রয়ী মূল্যের 5G স্মার্টফোন আনতে চাই। আমরা আমাদের গ্রাহকদের জন্য একটি সাশ্রয়ী মূল্যের ডিভাইস আনার প্রস্তুতি নিচ্ছি। এই কারণে আমরা এই ধরণের কোম্পানি বিবেচনা করছি। আমাদের গ্রাহকদের জন্য কম দামে আরও ভালো নেটওয়ার্ক পাওয়া সহজ হবে।”

আরও পড়ুন: খেল খতম আদানির! একদিনেই কমল ১০ বিলিয়ন ডলারের সম্পত্তি, কোম্পানিগুলির শেয়ারে বিরাট পতন

Jio-র ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ভারতে টেলিকম সংস্থাগুলির মধ্যে Reliance Jio-র সবথেকে বেশি ব্যবহারকারী রয়েছে। পাশাপাশি, Jio-র ব্যবহারকারীরা 999 টাকায় Jio-র সস্তা 4G ফোন কিনতে পারবেন। এই ফোনগুলির কারণে অনেকেই 2G থেকে 4G-তে স্থানান্তরিত হয়েছেন। এমতাবস্থায়, Jio যদি 5G ফোন নিয়ে আসে, সেক্ষেত্রে অনুমান করা হচ্ছে, ব্যবহারকারীদের মধ্যে এই ফোনগুলিও তুমুল জনপ্রিয় হয়ে উঠবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর