বড় খবর! এবার ইন্স্যুরেন্স সেক্টরে এন্ট্রি নিচ্ছে এই সরকারি ব্যাঙ্ক, অনুমতি দিল RBI

বাংলা হান্ট ডেস্ক: এবার ইন্স্যুরেন্স (Insurance) সেক্টরে এন্ট্রি নিতে চলেছে দেশের একটি সরকারি ব্যাঙ্ক। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। এমতাবস্থায়, আপনি যদি এই ব্যাঙ্কের গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে নিঃসন্দেহে এটি আপনার জন্য অত্যন্ত বড় খবর হিসেবে বিবেচিত হবে।

ইন্স্যুরেন্স (Insurance) সেক্টরে এন্ট্রি নিচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া:

জানিয়ে রাখি যে, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবার জেনারেলি গ্রুপের সাথে জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে ইন্স্যুরেন্স (Insurance) বিজনেসে প্রবেশ করার জন্য ইতিমধ্যেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India) থেকে অনুমোদন পেয়েছে। গত শুক্রবার শেয়ার বাজারে পাঠানো তথ্যে, এই পাবলিক সেক্টর ব্যাঙ্ক বলেছে যে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক গত ২১ নভেম্বর, ২০২৪ তারিখের একটি চিঠির মাধ্যমে অনুমোদন দিয়েছে।

জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে ইন্স্যুরেন্স (Insurance) বিজনেসে প্রবেশের অনুমোদন: প্রাপ্ত তথ্য অনুসারে, “…ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) ২১ নভেম্বর, ২০২৪ তারিখের চিঠির মাধ্যমে FGIICL এবং FGLICL-এর অধীনে জেনারেলি গ্রুপের সাথে যৌথ উদ্যোগের মাধ্যমে ইন্স্যুরেন্স বিজনেসে প্রবেশের ক্ষেত্রে ব্যাঙ্ককে অনুমোদন দিয়েছে। এটি শর্তগুলির সাথে অব্যাহত সম্মতি এবং বিমা নিয়ন্ত্রক IRDAI-এর অনুমোদন সাপেক্ষে হয়েছে।”

This government bank is taking entry in insurance sector.

জানিয়ে রাখি যে, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (CCI) অক্টোবরে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিউচার জেনারেল ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (FGIICL) এবং ফিউচার জেনারেল ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (FGILICL)-এর শেয়ারের প্রস্তাবিত অধিগ্রহণের অনুমোদন দিয়েছে।

আরও পড়ুন: 4G-র পর এবার সস্তায় 5G ফোন আনতে চলেছেন আম্বানি! আমেরিকার এই সংস্থার সাথে মেলালেন হাত

উল্লেখ্য যে, FGIICL অন্যান্য ইন্স্যুরেন্সের (Insurance) পাশাপাশি পার্সোনাল ইন্স্যুরেন্স থেকে শুরু করে, বাণিজ্যিক ইন্স্যুরেন্স, সোশ্যাল এবং রুরাল ইন্স্যুরেন্সও প্রদান করে। FGILIC সেভিংস ইন্স্যুরেন্স, ইনভেস্টমেন্ট প্ল্যান (ULIP), টার্ম ইন্স্যুরেন্স স্কিম, হেলথ ইন্স্যুরেন্স স্কিম, চাইল্ড স্কিম, রিটায়ারমেন্ট স্কিম এবং গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম উপলব্ধ করে।

আরও পড়ুন: লাগাতার তৃতীয় সেঞ্চুরি! T20 ক্রিকেটে ইতিহাস গড়লেন ভারতের এই তারকা খেলোয়াড়, উচ্ছ্বসিত অনুরাগীরা

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গত অগাস্ট মাসের শুরুর দিকে ঘোষণা করেছিল যে, তারা লাইফ এবং জেনারেল ইন্স্যুরেন্স (Insurance) বিজনেসে ঋণের মধ্যে থাকা ফিউচার এন্টারপ্রাইজ লিমিটেডের (এফইএল) অংশীদারিত্ব অর্জনের জন্য সফল দরদাতা হিসেবে বিবেচিত হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর