কপাল খুলল বাংলার! তৈরী হচ্ছে দুটি National Highway! বরাদ্দ অর্থের অঙ্ক দেখলে ‘থ’ হয়ে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : বাংলার জন্য এবার বড় প্রাপ্তি। ২ টি নতুন জাতীয় সড়ক পেতে চলেছে পশ্চিমবঙ্গ (West Bengal)। এই প্রকল্প বাস্তবায়িত হলে নিঃসন্দেহে উন্নতি ঘটবে বাংলার পরিবহণ ব্যবস্থার। কেন্দ্রীয় সরকার (Central Government) ২ টি জাতীয় সড়ক তৈরির জন্য ২০০০ কোটি টাকারও বেশি খরচ করতে চলেছে।

বাংলার (West Bengal) মুকুটে নয়া পালক

সূত্রের খবর, অশোকা বিল্ডকন লিমিটেড বাংলায় এই দুটি জাতীয় সড়ক (National Highway) নির্মাণ করতে চলেছে। স্টক এক্সচেঞ্জে একটি ফাইল জমা করে সংস্থা জানিয়েছে, পশ্চিমবঙ্গের জন্য NHAI প্রকল্পের এই বরাত পেয়েছে তারা। খুব তারাতারি সংস্থা পশ্চিমবঙ্গে এই সড়ক নির্মাণের কাজ শুরু করবে।

আরোও পড়ুন : বড় খবর! এবার ইন্স্যুরেন্স সেক্টরে এন্ট্রি নিচ্ছে এই সরকারি ব্যাঙ্ক, অনুমতি দিল RBI

ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই) (NHAI Project) ২,৭৯১ কোটি টাকার এই প্রকল্পের জন্য সর্বনিন্ম দরদাতা হিসাবে ঘোষণা করেছে অশোকা বিল্ডকন লিমিটেডের নাম। জানা গেছে, Hybrid Annuity Model অনুযায়ী এই প্রকল্প বাস্তবায়িত হবে। ওয়ার্ক অর্ডারে জানা গেছে, পশ্চিমবঙ্গের বোওয়াইচণ্ডী থেকে গুসকরা-কাটোয়া রোড পর্যন্ত একটি হাইওয়ে তৈরি করা হবে।

these are the best national highways in india in terms of efficiency safety and user services

হাইব্রিড মোডের অধীনে এই প্রকল্পের কাজ করা হবে। GST বাদ দিয়ে প্রকল্পের খরচ পড়বে ১,৩৯১ কোটি টাকা। প্রকল্পের কাজ শেষ করার জন্য ৯১০ দিনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের খড়গপুর থেকে চন্দ্রকোণা-ঘাটাল রোড পর্যন্ত অন্য একটি চার লেনের অর্থনৈতিক করিডোর তৈরি করা হবে।

national highway West Bengal

আনুমানিক ১,৪০০ কোটি টাকা খরচ হবে এই প্রকল্প বাস্তবায়িত করতে। অশোকা বিল্ডকন লিমিটেড জানিয়েছে, খুব শীঘ্রই তারা এই প্রকল্পের কাজ শুরু করবে। রাজ্যের মানুষও অপেক্ষা করে রয়েছেন এই দুটি প্রকল্পের জন্য। দুটি জাতীয় সড়ক প্রকল্প শেষ হলে পশ্চিমবঙ্গের সড়ক ব্যবস্থার বড় উন্নতি ঘটবে বলেই মনে করছে ওয়াকিবহল মহল।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর