রঙিন পাহাড়! বিদেশ নয়, দেখা মিলবে বাংলাতেই! জানেন, কোথায় আছে? দেখুন কীভাবে পৌঁছবেন

বাংলাহান্ট ডেস্ক : শীতকাল মানেই মিঠে রোদ গায়ে মেখে হইহুল্লোড় করে কয়েকটা দিন ঘুরে আসা। যদি আপনিও দুদিনের জন্য ট্যুর প্ল্যান করে থাকেন তাহলে আজকের প্রতিবেদনে এমন একটি জায়গার সন্ধান রয়েছে যেখানে গেলে পাবেন বিদেশের আমেজ। কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে খুব সহজেই পৌঁছে যেতে পারেন এখানে।

বেলপাহাড়ির (Belpahari) এক বিশেষ পাহাড়

আমরা আজ যে জায়গাটির কথা বলছি সেখানে রয়েছে রঙিন পাহাড়। শুনতে অবিশ্বাস্য লাগলেও বেলপাহাড়ির (Belpahari) এই রঙিন পাহাড় পর্যটকদের কাছে বড় প্রাপ্তি। কলকাতার আশেপাশে এমন অনেক জায়গা রয়েছে যেখানকার প্রাকৃতিক সৌন্দর্য লিখে প্রকাশ করা সম্ভব নয়। কলকাতার নিকটে পাহাড়, ঝর্না, নদীর সহাবস্থান রয়েছে এমন অনেক জায়গার সম্পর্কেই আমরা জানি।

Belpahari

তবে বেলপাহাড়ির রঙিন পাহাড় সত্যিই অনন্য। খুব একটা পর্যটকদের ভিড় এখনো পর্যন্ত হয়না এখানে। তাই নিরিবিলিতে দুদিন সময় কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন এই জায়গা থেকে। বলে রাখি এই রঙিন পাহাড় (Khadan Dungri) দেখতে হলে আপনাকে যেতে হবে বেলপাহাড়ি। ওদলচুয়ায় গেলে মনে হবে যেন চলে এসেছেন বিদেশে।

আরোও পড়ুন : ধাক্কা খেল সরকার! সম্পত্তি বিক্রি করতে পারবে না রাজ্য! বড় নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট

ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কাউন্ট্রি বা চীনের Zhangye National পার্কে এই ধরনের রঙিন পাহাড় দেখা যায়। তবে বেলপাহাড়ির রঙিন পাহাড় (Rongin Pahar) অনেকের কাছেই অচেনা। এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো। শারীরিকভাবে যথেষ্ট ফিট হতে হবে রঙিন পাহাড় দেখার জন্য। ট্রেক করে আপনাকে পৌঁছতে হবে এখানে।

FB IMG 1732362675157

মেদিনীপুর থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে অবস্থিত বেলপাহাড়ি (Belpahari)। সেখান থেকে ওদলচুয়ায় যেতে হলে পাড়ি দিতে হবে আরো ১৫ কিলোমিটার রাস্তা। বাইক বা গাড়ি নিয়ে গেলে সহজেই পৌঁছে যেতে পারবেন এখানে। তারপর জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় ১ কিলোমিটার হাঁটলেই দেখা মিলবে রঙিন পাহাড়ের।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর