বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি নেতা অর্জুন সিংয়ের (Arjun Singh)মামলায় রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের (Calcutta High Court)। কিভাবে সরকারি আইনজীবী হয়েও অপরাধীর হয়ে লড়ছেন? এই প্রশ্নই তোলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এরপরই রাজ্যের কাছে জবাব চান বিচারপতি। প্রসঙ্গত, চার বছরের পুরনো একটি মামলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অর্জুন।
জানা গিয়েছে, বছর চারেক আগের এক মামলায় অর্জুন সিংকে তলব করে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি। সেই মামলায় রক্ষাকবচের আবেদন করে হাইকোর্টের দ্বারস্থ হন অর্জুন। এদিকে বাড়ির সামনে বোমাবাজির পুরনো একটি মামলায় নমিত সিং নামে একজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা হেভিওয়েট বিজেপি নেতা অর্জুন সিং।
আরও পড়ুন: কপাল খুলল বাংলার! তৈরী হচ্ছে দুটি National Highway! বরাদ্দ অর্থের অঙ্ক দেখলে ‘থ’ হয়ে যাবেন
সেই মামলাতেই অভিযুক্ত নমিতের হয়ে আদালতে সওয়াল করেন একজন মহিলা সরকারি আইনজীবী। এই নিয়েই ক্ষুব্ধ হন বিচারপতি। ভরা এজলাসে বিচারপতি বলেন, ‘সব কিছুর তো একটা নিয়ম থাকে।এটায় অনুমোদন দেওয়া যায় না।’ বিচারপতি বলেন, ‘যেখানে রাজ্য অপরাধীদের বিষয়ে তদন্ত করে গুরুত্বপূর্ণ নথি দেবে, সেই কেস ডায়েরি সরকারি আইনজীবীদের কাছে থাকে।’ কোন গুরুত্বপূর্ণ কারণ থাকলে সরকারকে বিশেষ অনুমতি দিতে হবে বলেও জানান বিচারপতি। এরপরই রাজ্যের কাছে জবাব তলব করেন তিনি।
আরও পড়ুন: ‘কলকাতা হাইকোর্টের একটা..,’ তৃণমূল ছক্কা হাঁকাতেই এবার মুখ খুললেন অভিষেক, তোলপাড় রাজ্য
তবে এই প্রথম নয়, এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও সুজয়কৃষ্ণ ভদ্রর হয়ে সওয়াল করতে দেখা যায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্তকে (Advocate General Kishore Dutta)। তার ভূমিকায়ও সেই সময় প্রশ্ন তুলেছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।