বাংলা হান্ট ডেস্কঃ ৬ আসনের বিধানসভা উপনির্বাচনে প্রত্যেকটিতেই পরাজিত হয়েছে বিজেপি। একুশের বিধানসভা ভোটের সময় মাদারিহাট কেন্দ্রে পদ্ম ফুটেছিল। এবার সেখানেও জয়ের মুখ দেখতে পারেনি গেরুয়া শিবির। এবার দলের এই ভরাডুবি নিয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
বিধানসভা উপনির্বাচনে বিজেপির ফলাফল নিয়ে কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?
২০২৪ লোকসভা ভোটে বাংলায় চমক দেখাতে পারেনি পদ্ম শিবির। বিধানসভা উপনির্বাচনেও (Assembly By Election) ঘাসফুলের ধাক্কায় বেসামাল হল পদ্ম। এদিন ফলাফল মোটামুটি ঘোষিত হয়ে যাওয়ার পর এই নিয়ে মুখ খোলেন রাজ্যের বিরোধী দলনেতা। বলেন, সংগঠনের অভ্যন্তরীণ বিষয়ে তিনি যুক্ত থাকেন না।
শুভেন্দুর কথায়, ‘আমি সংগঠনের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাই না, যুক্তও থাকি না। তবে উপলব্ধির মধ্যে দিয়ে একটা কথাই বলতে পারি, নির্বাচনমুখী সংগঠনের দরকার আছে। আমরা সবাই ২০২৬ সালের অপেক্ষায় রয়েছি। এই ৬টা কেন্দ্র নিয়ে আমরা কেউই ভাবিনি’।
আরও পড়ুনঃ ‘টাকার জোরে ভোটে জেতার স্বপ্ন’! উপনির্বাচনে কেন ভরাডুবি BJP-র? বোমা ফাটালেন দলের বিধায়ক
এদিন শুভেন্দু (Suvendu Adhikari) সরাসরি হারের দায় কারোর ঘাড়ে চাপাননি। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান, সরাসরি নাম না নিলেও বিরোধী দলনেতা এই পরাজয়ের দায় কার্যত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দিকেই ঠেলেছেন।
এদিকে সুকান্ত (Sukanta Majumdar) আবার বলেন, উপনির্বাচনে এই রকমই হয়। উদাহরণ হিসেবে তিনি কালিয়াগঞ্জ উপনির্বাচনের কথা তুলে ধরেন। বিজেপির রাজ্য সভাপতির কথায়, ‘কালিয়াগঞ্জের উপনির্বাচন, ২০১৯ সালের লোকসভা ভোটের পর আমরা উপনির্বাচনে পরাজিত হয়েছিলাম। একুশ সালে আমরা কালিয়াগঞ্জ বিপুল ভোটে জিতেছি। প্রার্থী নিয়ে ক্ষোভ থাকা সত্ত্বেও জিতেছি। চব্বিশে আমরা লোকসভায় জিতলাম। আবার ছাব্বিশে বিধানসভাতেও জিতব’।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর নৈহাটি, মাদারিহাট, তালড্যাংরা সহ পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। শনিবার সেই ভোটের ফল ঘোষণা হয়েছে। দেখা গিয়েছে, প্রত্যেকটি আসনেই বাজিমাত করেছে তৃণমূল। ছয়ে-ছয় করেছে রাজ্যের শাসক দল।