বাংলা হান্ট ডেস্ক: ভারত (India National Cricket Team) ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট ইতিমধ্যেই শুরু হয়েছে। যার দ্বিতীয় দিনে যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল ভারতের হয়ে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন। দ্বিতীয় ইনিংসে দুই ব্যাটার চমৎকার ব্যাটিং করেন। তাঁদের সামনে অস্ট্রেলিয়ান বোলাররা চূড়ান্ত ফ্লপ হন। এদিকে, দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর ভারতীয় দল কোনও উইকেট না হারিয়েই ১৭২ রান করেছে। যার ফলে এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার লিড গিয়ে দাঁড়িয়েছে ২১৮ রানে।
দ্বিতীয় দিনে ভালো পারফরম্যান্স টিম ইন্ডিয়ার (India National Cricket Team):
দু’জনেই হাফ সেঞ্চুরি করেন: ইতিমধ্যেই সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গেছেন যশস্বী জয়সওয়াল। তিনি ৯০ রান করেছেন। অপরদিকে কেএল রাহুল দাঁড়িয়ে রয়েছেন ৬২ রানে। প্রথম দিনে এই পিচে ভারতীয় (India National Cricket Team) ব্যাটারদের খারাপ ফলাফলের পর আজকের এই পারফরম্যান্স প্রত্যেককেই অবাক করেছে। জয়সওয়াল এবং রাহুল দু’জনেই এখনও পর্যন্ত ওপেনিংয়ে ১৭২ রান করেছেন।
২০ বছরের পুরনো রেকর্ডের পুনরাবৃত্তি: সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুলের জুটি ২০০৪ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সেঞ্চুরি পার্টনারশিপ করা ভারতীয় ওপেনিং জুটি হয়ে উঠেছেন। ২০০৪ সালে বীরেন্দ্র শেহবাগ এবং আকাশ চোপড়া সিডনি টেস্টে ১২৩ রানের ওপেনিং জুটি গড়েন। এমতাবস্থায়, জয়সওয়াল এবং রাহুলের জুটি ওই নজিরকে টেক্কা দিয়েছেন।
আরও পড়ুন: শুরু হতে চলেছে IPL-এর মেগা নিলাম! কোন দলের কাছে রয়েছে কত বাজেট? জানুন বিস্তারিত
প্রথম ইনিংসে ৫ উইকেট নেন জসপ্রীত বুমরাহ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে রোহিত শর্মার পরিবর্তে টিম ইন্ডিয়ার (India National Cricket Team) অধিনায়কত্বের দায়িত্ব নিয়েছেন জসপ্রীত বুমরাহ। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানেই সীমাবদ্ধ ছিল টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: বড় খবর! এবার ইন্স্যুরেন্স সেক্টরে এন্ট্রি নিচ্ছে এই সরকারি ব্যাঙ্ক, অনুমতি দিল RBI
এরপর দুর্ধর্ষ বোলিং করে টিম ইন্ডিয়ার (India National Cricket Team) প্রত্যাবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বুমরাহ। প্রথম ইনিংসে তিনি নিয়েছেন ৫ টি উইকেট। তাঁর আক্রমণেই অস্ট্রেলিয়ান দল মাত্র ১০৪ রানে অলআউট হয়ে যায়। যার ফলে টিম ইন্ডিয়া ৩৬ রানের লিড পায়।