বাংলাহান্ট ডেস্ক : বাংলাদেশের (Bangladesh) বাজারের অগ্নিমূল্য অবস্থা। দাম নিয়ন্ত্রণে নাকানি-চুবানি খেতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে। মাছ-মাংস থেকে শুরু করে সবজি, নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটি জিনিসের দাম আকাশ স্পর্শ করেছে। এই অবস্থায় মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে ভারতের কাছে সাহায্যের আবেদন করল বাংলাদেশ।
বাংলাদেশে (Bangladesh) অগ্নিমূল্য চাল সবজি
গত দুই মাস ধরে আলুর দাম নিয়ে নাজেহাল বাংলাদেশের সাধারণ মানুষ। ৭০ থেকে ৮০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে পুরনো আলু। ১২০ থেকে ১৩০ টাকা কেজি দাম পড়ছে নতুন আলুর। প্রত্যেকটি বাঙালি পরিবারে প্রতিদিনের মেনুতে আলু অত্যন্ত অত্যাবশকীয় একটি সবজি। এভাবে আলুর দাম বৃদ্ধি পাওয়ায় মাথায় হাত সাধারণ মানুষের।
বাংলাদেশের (Bangladesh) প্রথম সারির সংবাদমাধ্যম প্রথম আলোর একটি প্রতিবেদন জানাচ্ছে, কিছুদিন আগে ১৫০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছিল পেঁয়াজ। দু-তিন দিন হল কেজিতে ১০-২০ টাকা দাম হ্রাস পেয়েছে। সে দেশের বাজারে ৮০ থেকে ৯০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে ভারতের (India) পেঁয়াজ।
আরোও পড়ুন: জানেন পশ্চিমবঙ্গের সব থেকে বড় ফ্লাইওভার কোনটি? মা উড়ালপুল ভাবলে কিন্তু মস্ত ভুল করছেন
৬৫ টাকা থেকে ৭০ টাকা কেজি দরে বিকোচ্ছে পাকিস্তানি পেঁয়াজ। চলতি সপ্তাহে পাকিস্তান (Pakistan) থেকে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ আমদানি করেছে বাংলাদেশ। এর ফলে কিছুটা পাকিস্তানি পেঁয়াজের দাম কমেছে বাংলাদেশে। ১৪৫-১৫০ টাকা প্রতি ডজনে বাংলাদেশে পাওয়া যাচ্ছে পোল্ট্রি ডিম।
বাজার বিশেষজ্ঞদের মত, ভারতীয় ডিম বাংলাদেশে গেলে দাম কিছুটা কমতে পারে। এই আবহে চালের ঘাটতি মেটাতে ৫০ হাজার টন চাল ভারতের থেকে কিনতে চলেছে বাংলাদেশ। ২৮২ কোটি ৯৬ লাখ টাকার বিনিময়ে ৫০ হাজার টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। ভারতের থেকে ৫৬ টাকা ৫৯ পয়সা কেজি দরে চাল কিনতে চলেছে বাংলাদেশ।