দেদারে সরকারি বিদ্যুৎ চুরি! জ্বলছে লাইট-ফ্যান, অভিযোগ উঠতেই TMC বিধায়কের শাশুড়ি বললেন…

বাংলা হান্ট ডেস্কঃ দোতলা বাড়ি হলে কি হবে! ঘরের মধ্যে লাইট ফ্যান সবই চলছে, চুরি করা বিদ্যুতে। আর সেই বাড়িটি কার জানেন? কোন সাধারণ মানুষের নয় খোদ তৃণমূল (Trinamool Congress) বিধায়কের। এবার তাঁরই এক নিকট আত্মীয়ের বিরুদ্ধে উঠল বিদ্যুৎ চুরির অভিযোগ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের খন্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগের শ্বশুরবাড়িতে।

তৃণমূল (Trinamool Congress) বিধায়কের শ্বশুরবাড়িতে বিদ্যুৎ চুরি

অভিযোগ খোদ তৃণমূল (Trinamool Congress) বিধায়কের শ্বশুরবাড়ির বিদ্যুৎ সংযোগ কিনা হুকিং করে অর্থাৎ চুরি করে চলছে। খবর চাউর হতেই চারিদিকে শোরগোল পড়ে গিয়েছে। শেষ পর্যন্ত তৃণমূল (Trinamool Congress) বিধায়কের শ্বশুরবাড়ির বিদ্যুৎ-আলো-পাখা জ্বলছে চুরি করা বিদ্যুতে! এই অভিযোগ উঠতেই বিরোধী শিবিরে উঠেছে নিন্দার ঝড়।

অভিযোগ সামনে আসতেই বিধায়কের শ্বাশুড়ি সাংবাদিকদের সামনে ভুল স্বীকার করা নিয়ে বলেছেন, ‘এটা অন্যায়, ঠিকই খুলে দেব’। তিনি জানিয়েছেন তার নাকি প্রায় ১০ হাজার টাকা ইলেকট্রিক বিল এসেছিল। কিন্তু ছেলেরা কেউই সেরকম কাজ করে না। আর এই কারণেই নাকি তারা দুদিনের জন্য হুকিং করেছেন। তবে সেটা খুলে দেওয়া হবে বলেই জানানো হয়েছে।

আরও পড়ুন: এবার পাহাড়! শিলিগুড়িতে কবে খুলছে রাজ্যের তৃতীয় ডেটা সেন্টার?

এপ্রসঙ্গে বিধায়কের শ্যালক অভিজিৎ রায় বলেছেন, ‘এটাতে হুকিং করা হয়েছে। আর একটা বাড়িতে করিনি। মেইন মিটারটা ডিসটার্ব করছিল।’ অন্যদিকে বিদ্যুৎ চুরির এই ঘটনায় রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তুলেছেন বিজেপি নেতা শান্তরুপ দে। ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেছেন,’তৃণমূল মানে দুর্নীতি। মাশুল বাড়ার ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। যে দলে চোর আর জোচ্চোরে ভর্তি সেখানে এর থেকে আর বেশী কী আশা করা যেতে পারে।’

Trinamool Congress

সেইসাথে তাঁর আরও সংযোজন, ‘বিধায়কের পরিবার পরিজনেরাই যদি সরকারি বিদ্যুৎ চুরি করেন তাহলে কাউকে তো আর কিছু বলারই নেই।আমরা এর বিহিত চাইছি। একই সঙ্গে বিদ্যুৎ দফতরের কাছে দাবি করছি এই ঘটনা খতিয়ে দেখে আইনানুগ যা ব্যবস্থা হয় তা নিতে।” জেলাশাসক আয়েষা রানি এ বিষয়ে জানান, “এই বিষয়ে আমরা বিদ্যুৎ দফতরকে খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলব।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর