বাংলা হান্ট ডেস্কঃ অনেকেই বলেছিলেন আর জি করের ঘটনা ছাপ ফেলবে ভোটবাক্সে। তবে তেমন কিছুই হয়নি। লোকসভা নির্বাচনে ভালো ফলের পর উপনির্বাচনেও জয়জয়কার তৃণমূলের (Trinamool Congress)। ছ’টি কেন্দ্রে উপনির্বাচন আর ছ’টি আসনেই জয়ী তৃণমূল। একেবারে ছক্কা হাঁকিয়েছে শাসকদল। এবার হবু বিধায়কদের শপথ বাক্য পাঠের পালা। সেই জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (Governor C. V. Ananda Bose) আমন্ত্রণ জানানোর তোড়জোড় শুরু হয়ে গেছে গতকাল ফলাফল সামনে আসার পরই।
সূত্রের খবর, বিধানসভার শীতকালীন অধিবেশনের আগেই রাজ্যপালকে চিঠি পাঠানো হবে। যাতে বিধানসভায় গিয়ে রাজ্যপাল জয়ী প্রার্থীদের শপথ পড়ান সেই নিয়ে রাজ্যপাল বোসকে আমন্ত্রণ জানানো হবে। যদি রাজ্যপাল নিজে বিধানসভায় উপস্থিত থেকে শপথ না পড়াতে পারেন তাহলে তিনি যাতে অন্য কাউকে দিয়ে শপথ পড়ানোর দায়িত্ব দেন সেই অনুরোধও করা হবে রাজ্যের সাংবিধানিক প্রধানকে।
উল্লেখ্য, আগামী ২৫ নভেম্বর সোমবার থেকে বিধানসভায় শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে। তার আগেই রাজ্যপালকে চিঠি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজভবনে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই নিয়ে চিঠি দিচ্ছেন। আজ রবিবারই সেই চিঠি রাজভবনে চলে যাবে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: দেদারে সরকারি বিদ্যুৎ চুরি! জ্বলছে লাইট-ফ্যান, অভিযোগ উঠতেই TMC বিধায়কের শাশুড়ি বললেন…
প্রসঙ্গত, এই কিছুদিন আগের কথা ভগবানগোলা এবং বরানগরের দুই জয়ী তৃণমূল বিধায়কের শপথ নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলে। বিধানসভা উপনির্বাচনে ভগবানগোলা কেন্দ্রে জয়ী হন তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন সরকার আর বরাহনগর কেন্দ্রে জয়ী হন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের হারিয়ে জয়ী হওয়াটা তাদের কাছে সহজ হলেও জটিলতা তৈরী শপথগ্রহণ নিয়ে। বহু টালবাহানার পর সায়ন্তিকাদের শপথগ্রহণ করান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে পরে দিল্লিতে অভিযোগ জানিয়েছিলেন বোস। এবারে কি সহজ ভাবে মিটবে শপথগ্রহণ অনুষ্ঠান? যদিও সেই নিয়ে শঙ্কা রয়েছে রাজনৈতিক মহলে।