বাংলা হান্ট ডেস্কঃ মাতৃবিয়োগে মানসিকভাবে বিপর্যস্ত। আর কয়েকটা দিন বাড়িতে কাটাতে চান। প্যারোলে ছুটির মেয়াদ বাড়াতে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হতে চলেছেন নিয়োগ দুর্নীতিতে ধৃত অর্পিতা মুখোপাধ্যায়। দীর্ঘ প্রায় দু’বছর চার মাস নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় জেলবন্দি থাকার পর মায়ের মৃত্যুতে গত বৃহস্পতিবার প্যারোলে মুক্তি পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)।
মায়ের অন্ত্যেষ্টি ও পারলৌকিক ক্রিয়ায় যোগদানের জন্যই সাময়িক মুক্ত করা হয়েছে অর্পিতাকে। বর্তমানে বেলঘরিয়ার বাড়িতে রয়েছেন অর্পিতা। প্রথমে দু’দিনের জন্য প্যারোলে মুক্তি পান অর্পিতা। পরে তা আরও দুদিন অর্থাৎ সোমবার অবধি বাড়ানো হয়েছে তার মেয়াদ। আই জি (কারা) কোনও অভিযুক্তকে সর্বমোট পাঁচ দিনের প্যারোলে ছুটি দিতে পারেন। এই অবস্থায় সোমবার জেলে ফিরে যেতে হবে অর্পিতাকে। তার আগেই হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন অর্পিতা।
সূত্রের খবর, মায়ের পারলৌকিক ক্রিয়াকর্ম সারতে আরও কয়েক দিন বাড়িতে থাকতে চাইছেন অর্পিতা। প্যারোলের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়ে হাই কোর্টে যাচ্ছেন তিনি। অর্পিতার দাবি, তিনি ভেঙে পড়েছেন। তাই আপাতত আরও কয়েকদিন বাড়িতে থাকতে চান।
এসএসসি নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় ২০২২ সালের ২২ জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করে ইডি। সে বছর জুলাই মাসেই পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ প্রায় ৫০ কোটি টাকা সহ কেজি কেজি সোনার গয়না উদ্ধার করে তদন্তকারী সংস্থা। কাঁড়ি কাঁড়ি টাকার পাহাড় উদ্ধারের পর গ্রেফতার করা হয় অর্পিতাকেও। তারপর থেকে জেলেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় ও বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। মাঝের সময়ের মধ্যে একাধিকবার জামিনের আবেদন জানান অর্পিতা তবে মঞ্জুর হয়নি।
আরও পড়ুন: ন্যূনতম বেতন ৫০ হাজার! নূন্যতম পেনশনে ১৮৬ শতাংশ বৃদ্ধি! অষ্টম পে কমিশন নিয়ে বিরাট আপডেট
এর আগে একাধিকবার মায়ের অসুস্থতার কথা জানিয়ে জামিন চেয়েছিলেন তিনি। তবে সুরাহা হয়নি। জেলে থাকাকালীন মায়ের সাথে মাঝে মধ্যে ফোনে কথা হয়েছে শুধু অর্পিতার। প্রতিবেশীরা জানিয়েছেন, মেয়ের বাড়ি ফেরার অপেক্ষা করতেন তিঁনি। তবে বেঁচে থাকতে আর দেখা মিলল না। গত বুধবার রাতে অর্পিতার মায়ের মৃত্যু হয়।