‘যেখানে কোনো ভুল…’, কার দিকে ইঙ্গিত সলমনের? কৃষ্ণসার হত্যাকাণ্ডে নয়া মোড়!

বাংলাহান্ট ডেস্ক : সেই ২০০৮ সালে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছিল সলমন খানের (Salman Khan)। এর জন্য কিছুদিন জেলও খেটেছিলেন তিনি। মাঝে বিষয়টি ধামাচাপা পড়ে গেলেও এখন লাগাতার খুনের হুমকি পাওয়ায় ফের চর্চায় সলমনের (Salman Khan) বিতর্ক। বিষ্ণোইদের নিশানায় চলে এসেছেন ভাইজান। কৃষ্ণসার হত্যার ঘটনা থেকেই নাকি তাঁর বিরুদ্ধে রাগ পুষে রেখেছেন বিষ্ণোই সম্প্রদায়। আর এখন লাগাতার হুমকি পেয়ে চলেছেন সলমন।

দোষ বরাবর অস্বীকার করেছেন সলমন (Salman Khan)

একাধিক বার প্রাণঘাতী হামলাও হয়েছে সলমনের (Salman Khan) উপরে। প্রতিবারই বরাত জোরে বেঁচে গিয়েছেন ভাইজান। তবে তিনি প্রথম থেকেই দাবি করে আসছেন, সেদিন গুলিটা তিনি ছোঁড়েননি। এমনকি প্রাণ বাঁচাতে চাইলে বিষ্ণোইদের তরফে সলমনকে (Salman Khan) ক্ষমা চাওয়ার নিদান দেওয়া হলে অভিনেতার বাবাও দাবি করেছেন, ছেলে যখন কোনো দোষ করেইনি, তখন ক্ষমা কেন চাইবে!

Salman Khan opened up about blackbuck case

ভাইরাল হয়েছে যোধপুর থানার ভিডিও: এর মাঝেই ২০০৮ সালে যোধপুর থানায় সলমনের (Salman Khan) একটি ভিডিও উঠে এসেছে চর্চায়। সেখানে ভাইজানের ‘দাবাং’ চলন বলন, বসার স্টাইল দেখে অনেকেই তাঁকে দাম্ভিক, অহংকারীর তকমা দিয়েছেন। এবার বিষয়টা নিয়ে মুখ খুললেন অভিনেতা। সম্প্রতি বিগ বস ১৮-র সপ্তাহান্তের পর্বে এসেছিলেন সলমন (Salman Khan)। সেখানে এক প্রতিযোগী রজত দালালের প্রসঙ্গে বলতে গিয়ে ওই ভিডিওর প্রসঙ্গ টানেন অভিনেতা।

আরো পড়ুন : বিয়েবাড়িতে শাহরুখ-দীপিকাকে দিয়ে নাচাতে চান! কে কত টাকা নেন, জানেন?

ভিডিও নিয়ে মুখ খোলেন অভিনেতা: তিনি বলেন, যোধপুর থানার ভিডিও দেখে অনেকে মনে করছেন যে তিনি খুব বেশি অসভ্যতা করেছেন। কিন্তু যেখানে তিনি কোনো ভুল করেনইনি সেখানে ভয় পাবেন কেন! উল্লেখ্য, এর আগেও সলমন (Salman Khan) দাবি করেছিলেন, তিনি কৃষ্ণসারের দিকে গুলি ছোঁড়েননি।

আরো পড়ুন : নাম জড়িয়েছে সহ অভিনেত্রীর সঙ্গে, বিচ্ছেদের জল্পনার মাঝেই নীরবতা ভাঙলেন অভিষেক

২০০৮ এ এক সাক্ষাৎকারে কৃষ্ণসার মামলা বিষয়ে সলমন বলেছিলেন, এর পেছনে অনেক বড় গল্প রয়েছে। কিন্তু কৃষ্ণসারের দিকে গুলিটা তিনি ছোঁড়েননি। তবে কি অন্য কেউ গুলি ছুঁড়েছিলেন যাঁকে সলমন চেনেন? উল্লেখ্য, সূত্রের খবর অনুযায়ী, সেদিন শিকারে গিয়েছিলেন সইফ আলি খান, সোনালি বেন্দ্রে এবং টাবুও। তবে কি এঁদের মধ্যেই কেউ গুলিটা ছুঁড়েছিলেন? আসল নামটা কেন এতদিনেও প্রকাশ করেননি সলমন তা নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর