শুভেন্দু গড়ে ‘হেরে ভুত’ তৃণমূল! উপ নির্বাচনের পরই বড়সড় ধাক্কা পূর্ব মেদিনীপুরে

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের পর বাংলার বিধানসভা উপভোটেও ছক্কা হাঁকিয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ছয়ে আসনের ছটিতেই জয় পেয়েছে শাসকদল। ধুয়ে মুছে সাফ হয়ে গেছে বিরোধীরা। তবে বিধানসভায় জয় আসলেও পূর্ব মেদিনীপুরে সমবায় নির্বাচনে (Cooperative Election) গো-হারা হারল তৃণমূল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে দাঁত ফোটাতে পারল না সবুজ বাহিনী।

রবিবার পূর্ব মেদিনীপুরের মহিষাদলের ঝাউপাথরা সমবায় সমিতির নির্বাচন ছিল। মোট ৫২ টি আসনে ভোটগ্রহণ হয়। সব আসনেই প্রার্থী দিয়েছিল বিজেপি (BJP) ও তৃণমূল সমর্থিত প্রার্থীরা। পরে গণনা শেষে দেখা যায় ৩৫টি আসনে জয়লাভ করেছে বিজেপি সমর্থিত প্রার্থীরা। এদিকে তৃণমূলের ঝুলিতে যায় ১৬টি আসন। পাশাপাশি ১ আসনে টাই হয়।

আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার ভুলে যাবেন, এই সুপারহিট প্রকল্পে ৮০০ টাকা দিচ্ছে রাজ্য সরকার, সবাই পাবেন?

পরে ট্রাই ব্রেক হলে সেই আসনেও জয়ী হয় বিজেপি। সব মিলিয়ে ৫২ টি আসনের মধ্যে বিজেপির দখলে যায় ৩৭ আসন। উপনির্বাচনে মুখ থুবড়ে পড়ার পর পরই সমবায় এই বিপুল জয় পেয়ে উচ্ছ্বসিত বিজেপির নেতা কর্মীরা। তাদের দাবি, যদি অবাধে নির্বাচন হয় তাহলে গোটা রাজ্যেই এই ফল হবে।

West Bengal Assembly by election TMC BJP

আরও পড়ুন: অনুব্রত ডাক পেলেও, ব্রাত্য এই হেভিওয়েট সাংসদ! তৃণমূলের কর্মসমিতির বৈঠক ঘিরে শোরগোল

জয়ের বিষয়ে বিজেপির জেলা সহ সভাপতি বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, উপ নির্বাচনে কী ভাবে ভোট হয়েছে তা সকলেই জানে। কিভাবে শাসকদল প্রভাব খাটিয়েছে। তাই সেই ফল দিয়ে অন্য নির্বাচনের পূর্বাভাস সঠিক হবে না। তার অভিযোগ, সমবায় নির্বাচনকেও তৃণমূল প্রভাবিত করার চেষ্টা করেছে। তবে সেসব ব্যর্থ করে গেরুয়া বাহিনী সফল হয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর