পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়ে মধুর প্রতিশোধ ভারতের! ভাঙল ১৩৬ বছরের পুরনো রেকর্ড

বাংলা হান্ট ডেস্ক: পার্থ টেস্টে বিরাট নজির গড়ল টিম ইন্ডিয়া (India National Cricket Team)। অস্ট্রেলিয়াকে হারিয়ে মধুর প্রতিশোধ নিল বুমরাহ বাহিনী। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল পার্থ টেস্টে, ভারত অস্ট্রেলিয়াকে ২৯৫ রানের বিরাট ব্যবধানে হারিয়েছে। যেটি বিদেশে টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় জয় হিসেবে বিবেচিত হচ্ছে। ৫ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি পার্থে খেলা হচ্ছিল। যেটি জিতে টিম ইন্ডিয়া এখন ১-০ ব্যবধানে এগিয়ে গেল।

পার্থে প্রতিশোধ নিল ভারত (India National Cricket Team):

প্রসঙ্গত উল্লেখ্য যে, পার্থ টেস্ট জিততে অস্ট্রেলিয়াকে ৫৩৪ রানের টার্গেট দিয়েছিল ভারত (India National Cricket Team)। কিন্তু প্রত্যাশা অনুযায়ী ভারতের তৈরি রানের পাহাড়ে উঠতে ব্যর্থ হন অসিরা। এতে ভারতের ফাস্ট বোলিংয়ের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিনায়ক বুমরাহের নেতৃত্বে ভারতের পেস আক্রমণ উভয় ইনিংসেই অস্ট্রেলিয়ান ব্যাটারদের পরাজিত করে। যার প্রভাবে পার্থে বড় জয় পায় ভারত। পাশাপাশি সুদে-আসলে নেওয়া হল প্রতিশোধও।

২০১৮ সালে মেলে পরাজয়, ২০২৪ সালে দ্বিগুণ ব্যবধানে জয়: এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, বারংবার আমরা প্রতিশোধের বিষয়টি উপস্থাপিত করছি কেন? আসলে এই বিষয়টি পার্থের অপটাস স্টেডিয়ামে খেলা শেষ ম্যাচের সাথে সংযুক্ত রয়েছে। অপটাস স্টেডিয়ামে ভারত (India National Cricket Team) এবং অস্ট্রেলিয়ার মধ্যে শেষ ম্যাচটি ২০১৮ সালে খেলা হয়েছিল। যা এই মাঠে খেলা প্রথম টেস্ট ছিল। সেই টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া ভারতকে ১৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল। এদিকে, ৬ বছর পর পার্থের একই অপটাস স্টেডিয়ামে আবার মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। এবার ভারত অস্ট্রেলিয়াকে প্রথম লড়াইয়ে ওই পরাজয়ের প্রায় দ্বিগুণ ব্যবধানে হারিয়েছে এবং বিদেশে তার সবচেয়ে বড় টেস্ট জয়ের চিত্রনাট্যও লিখেছে। পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়েছে ভারত।

আরও পড়ুন: মাত্র ১ দিনেই হল সর্বনাশ! লাফিয়ে কমল আদানির সম্পত্তির পরিমাণ, পিছিয়ে পড়লেন ধনকুবেরদের তালিকায়

এক নজরে পার্থ টেস্ট: এই টেস্টে প্রথমে ব্যাট করতে আসা ভারতের (India National Cricket Team) প্রথম ইনিংস ১৫০ রানের গণ্ডি পেরোতে পারেনি। জবাবে বুমরাহ ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ১০৪ রানে আটকে দেন। এইভাবে প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পায় ভারত। এরপর দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলির দুর্ধর্ষ সেঞ্চুরির ওপর ভর করে ভারত ৬ উইকেটে ৪৮৭ রান করে এবং ইনিংস ডিক্লেয়ার করে। এদিকে, অস্ট্রেলিয়ার কাছে মোট ৫৩৪ রানের টার্গেট ছিল। যা তাড়া করতে গিয়ে মাত্র ২৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে অসিরা। এর ফলে ভেঙে যায় ১৩৬ বছরের পুরনো রেকর্ড। এর আগে, ১৮৮৮ সালে ম্যানচেস্টারে অনুষ্ঠিত টেস্টে অস্ট্রেলিয়ার শীর্ষ চার ব্যাটার ৩৮ রানে আউট হয়েছিলেন।

আরও পড়ুন: ১০০ টাকার কম এই স্টক বাজারে তুলল ঝড়! মালামাল বিনিয়োগকারীরা, আপনার কাছেও কি রয়েছে?

ভারতীয় বোলারদের দাপটে অস্ট্রেলিয়া ২৩৮ রানে গুটিয়ে যায়: দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেন ট্র্যাভিস হেড। তিনি ছাড়াও মিচেল মার্শ খেলেছেন ৪৭ রানের ইনিংস। তবে, টিম ইন্ডিয়া (India National Cricket Team) যে রানের পাহাড় তৈরি করেছিল তার ধারে কাছেও পৌঁছতে পারেনি অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া মাত্র ২৩৮ রান করে। এই টেস্টে ভারতের হয়ে বুমরাহ নিয়েছেন ৮ টি উইকেট। এদিকে, সিরাজ ৫ টি উইকেট ও রানা নিয়েছেন ৪ টি উইকেট।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর