আসছে শীত! চড়ুইভাতির জন্য জায়গা চাই? রইল কলকাতার কাছে কিছু দুর্দান্ত পিকনিক স্পটের সন্ধান

বাংলাহান্ট ডেস্ক: কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা নামতে শুরু করেছে পাল্লা দিয়ে। আকাশে-বাতাসে এখন শীতের জয়ধ্বনি। শীতকাল মানেই সেজেগুজে বন্ধুবান্ধব বা আত্মীয়দের সাথে জমিয়ে পিকনিক। পিকনিক স্পট (Picnic Spot) মানে একসাথে খাওয়া দাওয়া থেকে শুরু করে ব্যাটমিন্টন, জমিয়ে তাস খেলা থেকে শুরু করে পিএনপিসির এক দুর্দান্ত কম্বিনেশন। এই শীতে আপনিও যদি পরিজনদের সাথে কলকাতার (Kolkata) খুব কাছেই পিকনিক করতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে একটু সময় নিয়ে পড়ে ফেলুন আজকের প্রতিবেদনটি।

আজকের প্রতিবেদনে আমরা হদিস দেব দুর্দান্ত কিছু পিকনিক স্পটের (Picnic Spot)। 

টাকি : উত্তর ২৪ পরগনার টাকি কলকাতা থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরে। শীতকালে অনেকেই এখানে আসেন পিকনিক করতে। স্টেশন থেকে একটু এগোলোই দেখা পাবেন ইছামতি নদীর। তার পাশেই রয়েছে বিশ্রাম বাগান বাড়ি। এই বাগান বাড়িতে ছোট ছোট কটেজ ভাড়া দেওয়া হয়। সুন্দর পুকুর ঘাট ও সবুজের সমারোহে পিকনিক করতে মন্দ লাগবে না।

Picnic Spot

ক্যাপ্টেন ভেরি : শীতকালে আপনার অন্যতম প্রিয় পিকনিক স্পট (Picnic Spot) হতে পারে ইস্টার্ন মেট্রোপলিটনে ক্যাপ্টেন ভেরি। এখানকার সুস্বাদু টাটকা মাছ পিকনিক পার্টির কাছে বাড়তি পাওনা। চিংড়িঘাটা এবং মেট্রোপলিটন বাসস্টপের মাঝামাঝি স্থানে অবস্থিত ক্যাপ্টেন ভেরি।

মাছরাঙ্গা দ্বীপ : টাকি থেকে আরো খানিকটা গেলে ভারত-বাংলাদেশ সীমান্তে ইচ্ছামতী ও ভাসা নদীর মাঝে পড়ে মাছরাঙ্গা দ্বীপ। বিশেষ করে পক্ষী প্রেমীদের জন্য এই জায়গাটি আদর্শ। শান্ত নিরিবিলি পরিবেশে কাটাতে পারেন কিছু সময়।

আরোও পড়ুন : দু’বছর পর দেখা হতেই অনুব্রতর সঙ্গে একান্তে কথা মমতার! কি নিয়ে আলোচনা হল ‘দিদি-ভাইয়ের’?

সুকান্তনগর ভেরি : সল্টলেক সেক্টর ফাইভের কংক্রিটের জঙ্গলের মধ্যেই লুকিয়ে রয়েছে পিকনিক করার দারুন একটা জায়গা। সুকান্তনগর ভেরিতে এই শীতে সেরে ফেলতে পারেন ছোটখাটো একটা পিকনিক। এখানে এলে দেখা মিলবে বিভিন্ন জলচর পাখিরও।

2021100868 scaled

গাদিয়াড়া : পিকনিক প্রেমীদের জন্য গাদিয়াড়া অন্যতম পছন্দের একটি হটস্পট। রূপনারায়ণ, ভাগীরথী এবং হুগলি নদীর মিলনক্ষেত্র গাদিয়াড়ায় নদীর ধারে বসে জমে উঠবে আপনার পিকনিক। এমনকি এখানে রয়েছে রাত কাটানোর ব্যবস্থাও।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর