বাংলাহান্ট ডেস্ক : ভারতের (India) থেকে অত্যাধুনিক সামরিক অস্ত্র কেনায় আগ্রহ দেখাতে শুরু করেছে ইউরোপ এবং এশিয়ার একাধিক দেশ। বিশেষ করে ভারতীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক মাল্টি ব্যারেল রকেট লঞ্চার্স নিয়ে বিশেষ উত্তেজনা তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। ইতিমধ্যেই আর্মেনিয়ায় অত্যাধুনিক পিনাকা রকেট লঞ্চার্স এর সরবরাহ শুরু করেছে ভারত (India)।
আর্মেনিয়ায় পিনাকা রকেট লঞ্চার পাঠাল ভারত (India)
সূত্রের খবর মারফত জানা যাচ্ছে, আর্মেনিয়ায় পিনাকা রকেট লঞ্চার সিস্টেমসের প্রথম দফার রফতানি ইতিমধ্যেই সেরে ফেলা হয়েছে। একদিকে যখন রকেট লঞ্চারগুলি আর্মেনিয়ায় পাঠানো শুরু হয়েছে, ঠিক একই সময়ে ওই দেশে আকাশ ডিফেন্স মিসাইল সিস্টেমের সরবরাহও চালাচ্ছে ভারত (India)। উল্লেখ্য, বছর দুয়েক আগে আর্মেনিয়া এবং ভারতীয় ফার্মের মধ্যে পিনাকা অস্ত্রগুলির কেনাবেচা নিয়ে চুক্তি সাক্ষরিত হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী এবার পিনাকা রকেট লঞ্চার্স আর্মেনিয়ায় পাঠানোর প্রস্তুতি শুরু করেছে ভারত (India)।
দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্রের পরীক্ষাও হয়েছে: উল্লেখ্য, দেশীয় প্রযুক্তিতে তৈরি পিনাকা রকেট লঞ্চার্স নিয়ে বিভিন্ন দেশের আগ্রহ লক্ষ্য করে বিগত কয়েক বছরে এই সিস্টেমে বেশ কিছু পরিবর্তন ঘটিয়েছে ভারত (India)। জানিয়ে রাখি, নাগপুরের সংস্থা সোলার ইন্ডাস্ট্রিজ এর ইকোনমিক এক্সপ্লোসিভ লিমিটেড এবং মিউনিশনস ইন্ডিয়া লিমিটেড যৌথ ভাবে নির্মাণ করেছে এই মাল্টি ব্যারেল রকেট লঞ্চারগুলি। সম্প্রতি এই রকেট লঞ্চার গুলি নিয়ে একাধিক পরীক্ষা নিরীক্ষাও করা হয়েছে ডিআরডিও এর তরফে।
আরো পড়ুন : মূল্য কয়েক কোটি টাকা! বঙ্গোপসাগরের বুকে উদ্ধার ৬ হাজার কেজি মাদক, বিরাট সাফল্য উপকূলরক্ষী বাহিনীর
অস্ত্রগুলির বিদেশে রফতানি শুরু করেছে ভারত: ভারতীয় (India) সেনাবাহিনীতে এই রকেট লঞ্চারগুলি বহুল পরিমাণে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে খবর। পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ধরণের অস্ত্রগুলি বিদেশে রফতানি করার বিষয়েও প্রস্তুতি নেওয়া শুরু করেছে নয়াদিল্লি। সূত্রের খবর অনুযায়ী, ২০১৪ সালের তুলনায় ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জামের রফতানি বেড়েছে প্রায় তিন গুণ।
আরো পড়ুন : বেড়েছে তেলের রফতানি, তবুও ভারতের পকেটে এল কম টাকা! কারণ জানলে হয়ে যাবেন “থ”
জানিয়ে রাখি, এই মাল্টি ব্যারেল রকেট লঞ্চারগুলি নিয়ে ইউরোপ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশ আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে আর্মেনিয়া, ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র সবথেকে বেশি অস্ত্র কিনছে ভারতের থেকে। ভারত সফরের সময়েই ফ্রান্সের প্রতিনিধিদের তরফে এই রকেট লঞ্চার সিস্টেম নিয়ে আগ্রহ প্রকাশ করা হয়। তবে জানিয়ে রাখি, ভারত থেকে এই ধরণের সরঞ্জাম রফতানির ক্ষেত্রে সর্বাগ্রে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।