ধূপ স্প্রেকে করুন টাটা বাই বাই, শুধু চাই একটি পেঁয়াজ, শীতেও কাবু হবে মশার বংশ!

বাংলা হান্ট ডেস্ক: শীত গ্রীষ্ম বর্ষা সবকালেই চিন্তার মূল মধ্যমণি হচ্ছে মশা (Mosquito)। মশার উপদ্রবে অতিষ্ঠ গ্রাম বাংলা থেকে কলকাতার সকলেই। কারণ মশার এক কামড়ে মানুষ আক্রান্ত হচ্ছে ডেঙ্গি, ম্যালেরিয়ার মত বড় বড় রোগ। প্রতিবছর বাংলায় বহু সংখ্যক রোগী শুধুমাত্র ডেঙ্গির কারণে মৃত্যুর মুখে ঢলে পড়েন। কিন্তু দেখা যায় মশা (Mosquito) তাড়ানোর সবরকম চেষ্টা করেও, সেগুলি বিফলে যাচ্ছে। তবে এখন থেকে আর ধূপ, স্প্রের চক্করে গাদা গুচ্ছের টাকা খরচ করতে হবে না। শুধুই একটি উপকরণে খালাস হবে মশার (Mosquito) বংশ। কি সেই উপকরণ চলুন দেখে নিই।

মশা (Mosquito) তাড়ানোর জবরদস্ত উপায়:

আজকাল সমাজ মাধ্যমের দৌলতে আমরা নিত্যদিন নিত্য রকমের জিনিস জানতে পারছি। যার হাত ধরে আমরা প্রায় সময় কোন না কোন উপকার পেয়ে থাকি। আর এবার সমাজ মাধ্যমের হাত ধরে, ঘরোয়া উপায়ে মশা তাড়ানোর টোটকাও পাওয়া গেল। এক মহিলা জানালেন একটি পেঁয়াজ দিয়ে কিভাবে মশা তাড়ানো যায়। ভিডিওতে মহিলাটি বললেন, একটি পেঁয়াজ নিয়ে তার মাথা এবং পিছনে দুই অংশ কেটে দিতে হবে। এরপর পেঁয়াজের ওপর থেকে খোসা ছাড়িয়ে নিন।

পেঁয়াজ দিয়ে মশা তাড়ানোর টোটকা:

পেঁয়াজ কাটা হয়ে গেলে, এরপর মাঝ বরাবর একটি গর্ত করে নিতে হবে। চামচ কিংবা সরু কিছু দিয়ে পেঁয়াজের মাঝখানটা ভালো করে পরিষ্কার করে গর্ত করে নিন। এরপর সেই ফাঁকা অংশে একটি করে এলাচ, দারচিনি, লবঙ্গ এবং গোটা গোলমরিচ দিয়ে দিন। ফাঁকা অংশে তুলো দিয়ে ঢেকে ফেলুন। আর সামান্য একটু তুলো আগুন ধরানোর জন্য উপরের দিকে বের করে রাখুন। এতোটুকু হয়ে গেলে তুলোর উপর সামান্য সরষে তেল দিয়ে দেবেন। ব্যাস তৈরি হয়ে গেল মশা তাড়ানোর ওষুধ।

আরও পড়ুন: খেলোয়াড় কিনতে অনীহা! IPL-এর নিলামের পরেও এই দলগুলির পার্সে রয়েছে লক্ষ লক্ষ টাকা

এরপর তার উপর আগুন লাগিয়ে ঘরের যেকোনো একটি কোণায় রেখে দিতে পারেন। তার থেকে যে ধোঁয়া তৈরি হবে, তাতেই মিনিটের মধ্যে কাজ শুরু হবে। পারমিতা রয় নামে ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যে সেই ভিডিও বেশ ভাইরাল হতে শুরু করেছে। অনেকে এই ভিডিওকে সমর্থন করেছেন। ভাইরাল হওয়া ভিডিওতে অধিকাংশই দাবি করেছেন, মশা (Mosquito) তাড়ানোর জন্য এই উপায়টি সত্যি কার্যকর। আপনার বাড়িতে যদি মশার উৎপাত থাকে তাহলে এই টোটকাটি একবার হলেও কাজে লাগান।

mosquito 3

শীতের সময় মশাদের (Mosquito) উৎপাত একটু বেশি বাড়ে, তাই সেক্ষেত্রে আরো কিছু ঘরোয়া উপায় কাজে লাগাতে পারেন। একটি পাত্রে এক টুকরো কর্পূর রেখে দিন। এরপর সেই পাত্রে সামান্য জল নিয়ে ঘরের কোণায় রেখে দেবেন তাতেও বেশ কাজ করে। লেবুর মধ্যে লবঙ্গ গেঁথেও মশা তাড়ানো যায়। প্রথমে একটি লেবু নিতে হবে তারপর ওটাকে দু’ভাগ করে দুটি ভাগে ৭ থেকে ৮ টা লবঙ্গ রেখে দিন। তারপর জানলা কিংবা ঘরের সামনে রেখে দিন। এই টোটকাতে মশা তাড়ানো অত্যন্ত সহজ।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর