বাংলা হান্ট ডেস্ক: IPL (Indian Premier League)-এর মেগা নিলামের দ্বিতীয় দিনে পৃথ্বী শ অবিক্রিত থেকে গেছেন। একটা সময়ে তাঁকে ভারতীয় ক্রিকেটের “দ্বিতীয় তেন্ডুলকার” হিসেবে বিবেচনা করা হলেও মাত্র কয়েক বছরের মধ্যেই ঘুরে গিয়েছে সামগ্রিক পরিস্থিতি। যার ফলে এখন নিলামে কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁর ওপর আস্থা দেখায়নি। ফলে “আনসোল্ড” হিসেবে থেকে যান তিনি। নিলামের জন্য ৭৫ লক্ষ টাকা বেস প্রাইস ছিল পৃথ্বীর। কিন্তু, এরপরেও কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁর জন্য বিড করেনি।
IPL (Indian Premier League)-এ দল পেলেন না পৃথ্বী:
খারাপ ফর্ম এবং দুর্বল ফিটনেস: জানিয়ে রাখি যে, বেশ কয়েকমাস ধরেই অত্যন্ত বাজে ফর্মের মধ্যে রয়েছেন পৃথ্বী। তিনি ২০২৪ সালে দিল্লি ক্যাপিটালস দলের অংশ ছিলেন। সেই ফ্র্যাঞ্চাইজিও তাঁকে ধরে রাখেনি। আপাতত, তাঁকে তাঁর ফর্মের উন্নতি এবং ঘরোয়া ক্রিকেটে তাঁর জায়গা পুনরুদ্ধারের দিকে মনোযোগ দিতে হবে। যাতে তিনি আগামী বছরগুলিতে IPL (Indian Premier League)-এ খেলার আরও সুযোগ পেতে পারেন। জানিয়ে রাখি যে, ICC ২০১৮ সালে পুরুষদের ক্রিকেটে পাঁচজন ব্রেকআউট স্টারের একজন হিসেবে পৃথ্বীকে অন্তর্ভুক্ত করেছিল। কিন্তু, ২০১৯ সালের জুলাই মাসে তাঁকে ডোপিং সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কর্তৃক নিষিদ্ধ করা হয়েছিল। যেটি ওই বছরের নভেম্বর পর্যন্ত স্থায়ী হয়েছিল।
সম্প্রতি মুম্বাইয়ের রঞ্জি দল থেকেও পৃথ্বী শ-কে বাদ দেওয়া হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, তাঁর ফিটনেস ভালো ছিল না। এটাও বলা হয়েছিল যে, তিনি নেটে সিরিয়াসভাবে অনুশীলন করতেন না। পৃথ্বী তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০২১ সালের ২৫ জুলাই।
আরও পড়ুন: দীর্ঘ সম্পর্কের ঘটল বিচ্ছেদ, নীতীশ রানার থেকে মুখ ফেরাল KKR, যুক্ত হলেন এই দলের সাথে
তেন্ডুলকারের সঙ্গে শুরু হয় তুলনা: একটা সময়ে পৃথ্বী শ-কে সচিন তেন্ডুলকারের সঙ্গে তুলনা করা হত। তিনি মাত্র ১৪ বছর বয়সে মুম্বাইয়ের আজাদ ময়দানে হ্যারিস শিল্ড ম্যাচে ৫৪৬ রান করে রেকর্ড গড়েছিলেন। যেটি ছিল মাইনর ক্রিকেটে একজন ভারতীয় ব্যাটারের করা সর্বোচ্চ রান। পৃথ্বী যখন তাঁর কেরিয়ার শুরু করেন, তখন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর প্রথম টেস্টে সেঞ্চুরি করতে সক্ষম হন। তাঁর ব্যাটিং স্টাইল সচিন তেন্ডুলকারের মতোই ছিল। আর এই কারণেই তাঁকে ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যত হিসেবেও মনে করা হত।
IPL ২০২৪-এ তাঁর পারফরম্যান্স: জানিয়ে রাখি যে, IPL (Indian Premier League) ২০২৪-এ পৃথ্বী ৮ ম্যাচে মাত্র ১৯৮ রান করেছিলেন। ওই মরশুমে তাঁর ব্যাট থেকে মাত্র একটি হাফ-সেঞ্চুরি এসেছে। সামগ্রিকভাবে, তিনি IPL-এ ৭৯ টি ম্যাচে ১,৮৯২ রান করেছেন। যার মধ্যে ১৪ টি হাফ-সেঞ্চুরি রয়েছে।