বাংলা হান্ট ডেস্ক: থ্রি ইডিয়টস (3 Idiots) সিনেমাটার কথা এখনো মনে আছে নিশ্চয়ই। সিনেমাটি এমনই যে এর জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। রাঞ্চো, রাজু, ফারহান, পিয়া সকল চরিত্র আজও অম্লান। তবে এই চরিত্রের মধ্যে আরও একটি চরিত্র মানুষের মধ্যে দাগ কেটেছিল। তিনি আর কেউ নন চতুর রামলিঙ্গম! অত্যন্ত বুদ্ধিমান মেধাবী পড়ুয়া এবং কূটনৈতিক বুদ্ধি ভরে ভরে। এমনকি থ্রি ইডিয়টসে (3 Idiots) তিনি “ভাইরাস” নামেও পরিচিত ছিলেন। কিন্তু বিগত ১৫ বছর ধরে তাকে আর দেখা যায়নি বলিউডে। কোথায় হারিয়ে গেলেন চতুর রামলিঙ্গম? বর্তমানে কি করছেন?
২০০৯ সালে মুক্তি পেয়েছিল থ্রি ইডিয়টস (3 Idiots)। আর সেখানে চতুর রামলিঙ্গম চরিত্রে কাজ করেছিলেন ওমি বৈদ্য (Omi Vaidya)। যদিও খুব একটা পাঠ করেননি, তবে যতটুকু জায়গা পেয়েছেন, তাতেই অভিনয়ের জাত চিনিয়ে দিয়েছেন। তাঁর বাচনভঙ্গি যেনো সবচেয়ে বেশি মানুষের নজর কাড়ে। তবে থ্রি ইডিয়টসের (3 Idiots) পর থেকে তিনি নিখোঁজ। তবে বলিউড থেকে চতুর উধাও হয়ে গেলেও সমাজ-মাধমে তিনি বেশ সক্রিয় বলেই জানা যায়।
হামেশাই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন তথ্য তিনি শেয়ার করে থাকেন। যদিও চতুর ওরফে ওমির জীবনে বেশ পরিবর্তনে এসেছে। তিনি শুধু সোশ্যাল মিডিয়ায় কাজ করেন না, ক্যামেরার পিছনেও কাজ শুরু করেছেন। বিভিন্ন সূত্রে জানা যায় তিনি নাকি এডিটর এবং প্রযোজক হিসেবে হাত পাক্কাচ্ছেন। বেশ কিছু শর্ট ফিল্মের এডিটর হিসেবে কাজ করেন।
আরো পড়ুন : গার্লফ্রেন্ড থাকতেও অন্য স্ত্রীর প্রেমে হাবুডুবু! কেন বিবাহিত মহিলাদের প্রেমে পড়ে পুরুষরা? রইলো ৮টি কারণ
পাশাপাশি একাধিক বিজ্ঞাপনেও দেখা গিয়েছে তার মুখ। অভিনেতা ওমির চেহারায় তেমন একটা বদল না আসলেও, স্টাইলিং, পোশাকে বেশ পরিবর্তন এসেছে। অনেকে তো নতুন রূপে এই চতুরকে চিনতেই পারেন না। থ্রি ইডিয়টসের (3 Idiots) পর তিনি আরো বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছিলেন। উল্লেখযোগ্য সিনেমা গুলি হল, “জোড়ি ব্রেকারস”, “দেশি বয়েজ”, “দিল তো বাচ্চা হে জি”।
আরো পড়ুন : ভেঙ্কটেশ নয়, KKR-এর অধিনায়কের দায়িত্ব সামলাবেন রাহানে? রাখঢাক না রেখে বড় প্রতিক্রিয়া দিলেন ভেঙ্কি
তবে থ্রি ইডিয়টসের মত এতটা জনপ্রিয়তা তিনি পাননি। যদিও ওমি বৈদ্য (Omi Vaidya) আমেরিকাতে জন্মগ্রহণ করেছেন বলে জানা যায়। কেউ কেউ বলেন, পরবর্তীতে তিনি নাকি সেখানেই চলে যান। সেখানেই বিভিন্ন প্রজেক্টে কাজ করেছেন। আবার শোনা যাচ্ছে, সম্প্রতি মারাঠি সিনেমায় অভিনয় করছেন ওমি বৈদ্য (Omi Vaidya)। এমনকি সম্প্রতি অ্যামাজন প্রাইমে মুক্তি পাওয়া “আইচা গাওয়াত মারাঠিত হোল” ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। জানা যায় মূলত প্রোডাকশন হাউজের ব্যানারেই তৈরি হয় এই ছবি। অর্থাৎ কোথাও হারিয়ে যাননি অমি বৈদ্য ওরফে সকলের প্রিয় চতুর রাম লিঙ্গম। হয়তো বলিউড ছেড়ে অন্য জায়গায় নিজের ক্যারিয়ার গোছাচ্ছেন।