৫০, ১০০ নয় বিয়েতে গলায় পড়লেন লক্ষ টাকার মালা, মালা পড়ে বেসামাল বরও, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও!

বাংলা হান্ট ডেস্ক: শুরু হয়ে গিয়েছে বিয়ের মাস। আর আজ কালকার বিয়ে (Pakistan) মানে নিত্য ধরণের ট্রেন্ড (Trend)। বিয়ের সাজগোজ থেকে শুরু করে খাওয়ার-দাওয়ার, ফটোগ্রাফি সবেতেই নতুনত্বের ছোঁয়া। কেউ কেউ আবার বিয়ে করেন দূর দেশে গিয়ে। অর্থাৎ বর্তমান সময় দাঁড়িয়ে বিয়ের অর্থ বদলেই চলেছে। তবে এবার বিয়েতে যে কান্ড ঘটলো তা দেখে হতবাক গোটা সমাজ মাধ্যম।

এতদিন বিয়েতে আপনারা বড়জোর ১০০ টাকার কিংবা ২০০ মালা পড়েছেন। কখনো সেটা হয়তো হাজারেও গিয়ে পৌঁছায়। কিন্তু কখনো কি এক লক্ষ টাকার মালা পরেছেন? তাও আবার শুধু টাকার মালা। সমাজ মাধ্যমে তেমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।

Pakistan Groom wears a mala of worth 1 lakhs rupees at wedding viral video

বিয়েতে একলক্ষ টাকার মালা পড়েছেন বর:
সম্প্রতি সমাজ মাধ্যমের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে (Viral Video) দেখা গেছে বরকে এক লক্ষ টাকার মালা পরতে। যদিও ঘটনাটি ভারত (India) কিংবা বাংলায় (West Bengal) নয় ঘটেছে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানে (Pakistan)। সেখানেও বিয়ের মরশুম শুরু হয়েছে। ভারত (India) সহ বিভিন্ন দেশে বিয়েতে বর, বউকে মালা পড়ার রীতি রয়েছে। তেমনি এই রীতি চালু রয়েছে পাকিস্তানেও (Pakistan)। আর সেখানেই ভাইয়ের বিয়েতে এক দাদা ১ লক্ষ নগদ টাকার মালা পরিয়েছেন। যার দৈর্ঘ্য প্রায় ৩৫ ফুট।

আরো পড়ুন : মেদিনীপুরে পৌরসভার ২৫টি ওয়ার্ডের মধ্যে ৭টিতে পরাজিত TMC! ‘আসল কারণ’ ফাঁস হতেই তোলপাড়

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক মুসলিম বাড়িতে বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছে। জাঁকজমক দেখে বোঝাই যাচ্ছে বেশ ধুমধাম করে আয়োজন করা হয়েছে বিয়ে। এরপরই দেখা যায় জনা ছয়, সাতজন ছেলে মিলে একটি মালা ধরে নিয়ে আসছেন। বিশালকার সেই মালা নিয়ে গিয়ে বরের গলায় পরিয়ে দেওয়া হলো। মাটিতে লুটোপুটি খাচ্ছে সেই মালা। বরের তুলনায় মালার ভারও যেন কয়েক গুণ ভারী। ভিডিও সূত্রে জানা যায়, এই গোটা মালাটি তৈরি হয়েছে শুধু টাকায়। যার ভারে নড়তে পারছেন না নতুন বর।

আরো পড়ুন : সংসদে দাঁড়িয়ে কল্যাণের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী! কি জিজ্ঞেস করলেন জানেন? অবাক সকলে

নোট দিয়ে তৈরি হয়েছে মালা:
ভাইরাল হওয়া ভিডিওর মাধ্যমে জানা যায়, পাকিস্তানি মূল্যে ৭৫ টাকার মধ্যে ২০০ টি নোট আর ৫০ টাকার ১৭০০ টি নোট দিয়ে মালা বানানো হয়। সেই টাকার হিসাব করলে দাঁড়াবে প্রায় ১ লক্ষ টাকা। এর আগে কোন ব্যক্তি হয়তো এমন মালা পরেন নি। সমাজ মাধ্যমে এই ভিডিও ভাইরাল হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। নেট নাগরিকরা এমন মালা দেখে তাজ্জব বনে গিয়েছি বলা যেতে পারে।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর