বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার (RG Kar Case) রেশ এখনও পুরোপুরি কাটেনি। সন্তান হারানোর শোক এখনও টাটকা নির্যাতিতার মা-বাবার মনে। মঙ্গলবার তাঁরাই বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে বিধানসভায় পৌঁছে গেলেন। দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। তাঁদের পাশে দাঁড়িয়ে নয়া কর্মসূচি ঘোষণা করলেন নন্দীগ্রামের বিধায়ক।
বিধানসভায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তিলোত্তমার বাবা-মা (RG Kar Case)
জানা যাচ্ছে, এদিন বেলা ১২:২০ নাগাদ বিধানসভায় এসে পৌঁছন আরজি করের নির্যাতিতার বাবা-মা। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে বিধানসভা আসেন তাঁরা। বিরোধী দলনেতা শুভেন্দুর (Suvendu Adhikari) ঘরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। সেখানে উপস্থিত ছিলেন অশোক দিন্দা সহ পদ্ম শিবিরের আরও কয়েকজন বিধায়ক। সূত্র মারফৎ জানা যাচ্ছে, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গেও দেখা করার কথা রয়েছে তিলোত্তমার মা-বাবার।
এদিন আরজি করের নির্যাতিতার (RG Kar Case) মা-বাবার পাশে দাঁড়িয়ে একটি কর্মসূচি ঘোষণা করেন শুভেন্দু। বিরোধী দলনেতা বলেন, ‘আমি শুনেছি, ১০ তারিখ অপরাজিতা বিল নিয়ে শাসকদলের সাংসদ, বিধায়করা রাষ্ট্রপতির কাছে যাবেন। সেটা ভালো, আমরা সমর্থন দিয়েছি। কিন্তু আমরা ৯ তারিখের বিচার চাওয়ার জন্য ১০ তারিখ সারাদিন রাজ্যপালের দরজার সামনে ধর্না দেব’। আগামী ১০ ডিসেম্বর সকাল ১০ থেকে বিকেল ৫টা অবধি রাজ্যপালের দরজায় ধর্না দেবেন বলে জানান বিজেপি বিধায়ক।
আরও পড়ুনঃ ‘প্রশাসন কেন দেখেনি..?’ দেবের সামনেই রক্তারক্তি কাণ্ড! ঘাটাল কাণ্ডে কড়া পদক্ষেপ তৃণমূলের
জানা যাচ্ছে, আজ আরজি কর কাণ্ডের ন্যায় বিচারের দাবিতে পথে নেমে আন্দোলন জারি রাখার অনুরোধ জানান তিলোত্তমার বাবা। সেই সঙ্গেই আদালতের লড়াইয়েও সহযোগিতা প্রার্থনা করেন বলে খবর। কথা বলতে বলতে চোখে জল চলে আসে নির্যাতিতার বাবার। তখন রুমাল দিয়ে চোখ মুছিয়ে দিতে দেখা যায় শুভেন্দুকে (Suvendu Adhikari)।
অন্যদিকে আরজি করের (RG Kar Case) নিহত চিকিৎসকের মা বলেন, ‘সবাই যেভাবে আমার পাশে দাঁড়াচ্ছে, আগামীদিনে আপনাদেরও আমার পাশে চাই। আমার মেয়েটা এমন কী অপরাধ করল যে তাঁকে এই রকম নির্মমভাবে মারা হল!’ একথা বলতে বলতেই চোখ ভিজে যায় তাঁর। আক্ষেপের সুরে বলেন, ‘সেই রাতে আমার মেয়ের সঙ্গে কী ঘটেছিল, আজও জানতে পারলাম না’।