বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক জামিন। মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষের পর সেই তালিকায় জুড়েছে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের নাম। সোমবার তাঁকে জামিন দিয়েছে ইডির বিশেষ আদালত। এরপরেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বর্তমানে তাঁর জামিন মামলা কলকাতা হাইকোর্টে ঝুলছে। এই আবহে নতুন গ্রেফতারি করেছে সিবিআই (CBI)। পার্থর জামিন আটকাতেই কি এই পদক্ষেপ? মাথাচাড়া দিয়েছে এই প্রশ্ন।
নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর (Partha Chatterjee) জামিন আটকাতে মরিয়া সিবিআই?
নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam Case) রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থকে ‘দুর্নীতি কিংপিন’ বলে একাধিকবার চিহ্নিত করা হয়েছে। এদিকে সোমবার অর্পিতা জামিন পাওয়ার পরেই অনেকের অনুমান, এবার পার্থর জামিনের রাস্তাও হয়তো প্রশস্ত হয়ে গেল। তবে তার মধ্যেই সামনে আসছে নয়া খবর!
কয়েকমাস আগে পার্থকে (Partha Chatterjee) নয়া মামলায় গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। অর্পিতার জামিন পাওয়ার দিনই গ্রেফতার করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী ‘ঘনিষ্ঠ’ এক ব্যবসায়ীকে। সন্তু গঙ্গোপাধ্যায় নামের সেই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি। এবার শোনা যাচ্ছে, নজরে রয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু।
আরও পড়ুনঃ বিধানসভায় আরজি করের নির্যাতিতার বাবা-মা! পাশে দাঁড়িয়ে নয়া কর্মসূচি ঘোষণা শুভেন্দুর! বললেন…
সূত্র মারফৎ জানা যাচ্ছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণকে (Sujay Krishna Bhadra) হেফাজতে নিতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইতিমধ্যেই তাঁর প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করা হয়েছে বলে খবর। সিবিআইয়ের সেই আবেদন মঞ্জুর হয়েছে। জানা যাচ্ছে, মঙ্গলবার তথা আজই সশরীরে তাঁকে বিচারভবনে তোলা হবে।
জানা যাচ্ছে, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর (Partha Chatterjee) কতখানি বড় ভূমিকা ছিল সেটা তুলে ধরতে তৎপর সিবিআই। একাধিকবার তাঁকে ‘দুর্নীতির কিংপিন’ বলে চিহ্নিত করা হয়েছে। ফলে কেন্দ্রীয় এজেন্সি তাঁর জামিন আটকানোর চেষ্টা যে করবে, তা খানিক আন্দাজ করাই যায়। এখন প্রশ্ন উঠছে, এই কারণেই কি পার্থ ‘ঘনিষ্ঠ’দের হেফাজতে নেওয়ার চেষ্টা করছে তদন্তকারী সংস্থা? কালীঘাটের কাকুকেও কি এই জন্যই নিজেদের হেফাজতে নিতে চাইছে সিবিআই? মাথাচাড়া দিয়েছে এমনই নানান প্রশ্ন।