বাংলা হান্ট ডেস্কঃ গত শনিবার মেদিনীপুর সহ রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে। প্রত্যেকটি আসনেই জয়ী হয়েছে তৃণমূল (Trinamool Congress)। তবে মেদিনীপুরের ক্ষেত্রে দেখা গিয়েছে, পৌরসভার ২৫টি ওয়ার্ডের মধ্যে ৭টি ওয়ার্ডে পরাজিত হয়েছে জোড়াফুল শিবির। আর সেই সূত্রেই শিরোনামে উঠে এসেছে সেখানকার গোষ্ঠীকোন্দল।
উপনির্বাচনের পর শিরোনামে তৃণমূলের (Trinamool Congress) গোষ্ঠীকলহ!
মেদিনীপুরে (Medinipur) বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী তথা জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা। প্রায় ৩৪,০০০ ভোটে জয়ী হয়েছেন তিনি। এদিকে তাঁর সঙ্গে মেদিনীপুরের জোড়াফুল সাংসদ জুন মালিয়ার (June Maliah) অন্তর্কলহের কথা অনেকেই জানেন। এবার বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর ফের একবার সেই বিষয়টি শিরোনামে উঠে এসেছে।
বিধানসভা উপনির্বাচনে মেদিনীপুরের ৪, ৬, ৭, ৮, ১০, ২০ এবং ২৪ নম্বর ওয়ার্ডে পরাজিত হয়েছে তৃণমূল। এর মধ্যে ১০ এবং ২৪ নম্বর ওয়ার্ড বাদে বাকি প্রত্যেকটি তৃণমূলের (TMC) দখলে। ওই দু’টি ওয়ার্ড বামেদের দখলে রয়েছে। এই ৭টি ওয়ার্ডে দলের পরাজয় প্রসঙ্গে নবনির্বাচিত বিধায়ক সুজয় বলেন, ওই সকল ওয়ার্ডে উন্নয়ন নিয়ে মানুষের কিছু অভাব অভিযোগ রয়েছে। প্রচারে বেরিয়ে মানুষের ক্ষোভের কথা জেনেছিলেন তিনি। একইসঙ্গে তৃণমূল পরিচালিত ওয়ার্ডগুলিতে সাংগঠনিক কিছু দুর্বলতা এবং বর্তমান তৃণমূল পরিচালিত পৌরবোর্ডের অক্ষমতার কথাও বলেন সুজয়।
আরও পড়ুনঃ ‘মমতা ঘনিষ্ঠরা তাঁর কতটা ভালো চান সন্দেহ আছে’! দলে রদবদলের পর ফের বিস্ফোরক হুমায়ুন কবীর
এদিকে তৃণমূলের দখলে যে ওয়ার্ডগুলি রয়েছে সেগুলির কাউন্সিলর আবার সাংসদ জুনের ঘনিষ্ঠ হিসেবে মেদিনীপুরে পরিচিত। শহরের অলিগলিতে মাঝেমধ্যেই ফিসফাস শোনা যায়, জুনের গোষ্ঠী এবং সুজয়ের গোষ্ঠী কার্যত আড়াআড়িভাবে বিভক্ত।
২০২৪ লোকসভা নির্বাচনের সময় যেমন দেখা গিয়েছিল, মেদিনীপুর পুরসভার অধিকাংশ ওয়ার্ডেই জোড়াফুল (Trinamool Congress) প্রার্থী পরাজিত হয়েছেন, যে ওয়ার্ডগুলিতে আবার সুজয় গোষ্ঠীর সমর্থিত লোকেরা কাউন্সিলর পদে রয়েছেন। ফলে বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর ফের একবার শিরোনামে উঠে এসেছে জুন এবং সুজয় গোষ্ঠীর মধ্যেকার কলহের অভিযোগ।