শীতের মাঝেই ফের বৃষ্টি! বুধে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? আবহাওয়ার আগাম খবর

বাংলা হান্ট ডেস্ক: শীতের মাঝেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। আবহাওয়া দপ্তর (Weather Update) সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগরের উপর তৈরী হওয়া গভীর নিম্নচাপটি শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যা আরও শক্তি বাড়িয়ে আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বুধবার সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে এগোবে। তারপর পরবর্তীতে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের দিকে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। সৌদি আরব এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ‘ফেঙ্গল’।

ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব এ রাজ্যে না পড়লেও এর জেরে সপ্তাহন্তে বাংলার উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনার রয়েছে। যদিও ভারী বৃষ্টি হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে মাসের শেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। ২৯ ও ৩০ নভেম্বর বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)।

আরও পড়ুন: বিচার ব্যবস্থা বিরোধীদের ‘হাতের খেলনা’ নয়! রাহুলের মন্তব্যের পাল্টা দিলেন প্রাক্তন প্রধান বিচারপতি

২৯ নভেম্বর দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা। ৩০ তারিখ বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। ১ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির জোড়ালো সম্ভাবনা।

south bengal weather

আরও পড়ুন: লক্ষ্মীর ভান্ডার নিয়ে খারাপ খবর! এবার কি কপাল পুড়বে মহিলাদের? বিস্ফোরক অভিযোগে শোরগোল রাজ্যে

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত আগামী দু’দিন দিন শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। দক্ষিণবঙ্গ বা কলকাতার তাপমাত্রায় খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। ২৯ নভেম্বর থেকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর