এবার ছাত্রদের সঙ্গে শিক্ষক হৃত্বিক রোশন!তবে কী সত্যিই এ কর্মবদল

Published On:

বাংলা হান্ট ডেস্ক: এখন ইন্টারনেট তোলপাড় শিক্ষক হৃত্বিককে নিয়ে।বেশ কিছুদিনের ব্রেকের পর তিনি সিলভার স্ক্রিনে ফিরতে চলেছেন Super 30ছবিতে। আনন্দ কুমারের ভূমিকায় দেখা যাবে হৃত্বিককে। সেই ছবি থেকেই একটি গানের ভিডিয়ো তিনি শেয়ার করেছিলেন তাঁর ট্যুইটার পেজে।

প্রসঙ্গত,’ Lollipop Lagelu’ গানে মন খুলে হৃত্বিককে নাচতে দেখা গিয়েছে তাঁর ৩০ সুপার ছাত্রের সঙ্গে। শ্যুটিং শেষে সুপার ৩০-র পড়ুয়াদের প্রতি ভালোবাসা প্রকাশ করে হৃত্বিক লিখেছেন, ‘এই বাচ্চাদের সঙ্গে দারুণ সব মুহূর্তের স্মৃতি রয়েছে আমার।

এদের মধ্যে অনেকেই প্রথমবার ক্যামেরার সামনে এসেছে। আমরা সত্যিই একসঙ্গে নেচেছি, খেয়েছি আবার গানও গেয়েছি।

ওদের প্রত্যেকের সঙ্গে আমার সম্পর্ক শুধুমাত্র ছবিতে সীমাবদ্ধ নয়।’ বিকাশ বহল পরিচালিত এই ছবি মুক্তি পাবে ১২ জুলাই। দর্শকমহল এখন সেই অপেক্ষায়।

X