বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েকদিনে রাজ্যের প্রায় প্রত্যেক জেলার তাপমাত্রাই অনেকটা কমেছে (South Bengal Weather)। ফ্যান, এসি বন্ধ! আলমারি থেকে নেমেছে শীতের পোশাক। ডিসেম্বর শুরুর আগেই জাঁকিয়ে ঠাণ্ডা পড়ে যাবে বলে অনুমান করছেন অনেকে। এর মাঝেই বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়, জানাল আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)।
হাড় কাঁপানো ঠাণ্ডা পড়বে কবে (South Bengal Weather)?
একটু শীত পড়তে না পড়তেই সাগরে ফের গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। ইতিমধ্যেই সেটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে চলেছে। নাম রাখা হয়েছে ফেঙ্গল। এর প্রভাবে সপ্তাহান্তে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বর্ষণ (Rainfall Alert) হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ভারী নয়, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
ফেঙ্গলের প্রভাব পশ্চিমবঙ্গে কতখানি পড়বে তা এখনও পরিষ্কার নয়। তবে এর পরোক্ষ প্রভাবে ভিজতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) উপকূলবর্তী কয়েকটি জেলা। হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিন এই জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে। আগামী শুক্রবার থেকে রবিবারের মধ্যে বর্ষণও হতে পারে।
আরও পড়ুনঃ জামিনের পর ফের ধাক্কা! নিয়োগ দুর্নীতিতে ED-র হাতে গ্রেফতার এই অভিযুক্ত! তোলপাড় রাজ্য
এদিকে বুধবারের আবহাওয়ার কথা বলা হলে, আজ দক্ষিণবঙ্গের (South Bengal) প্রত্যেকটি জেলাই শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামীকালও কোনও জেলায় বর্ষণের পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। শুক্রবার উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শনিবার ওই তিন জেলার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে পশ্চিম মেদিনীপুরও। রবিবার ফের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণায় হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) মতো বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গও। ভারী বর্ষণ না হলেও কালিম্পং এবং দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে কিছু জেলায় মাঝারি কুয়াশার সতর্কতাও রয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ এবং আগামীকাল শীতের আমেজ অনুভূত হলেও, এরপর তা খানিকটা হ্রাস পাবে।