সাংসদদের নিয়ে আলাদা বৈঠক অভিষেকের! ইন্ডিয়া জোটকে এড়িয়ে যাচ্ছে তৃণমূল?

বাংলা হান্ট ডেস্কঃ আজ বুধবার দুপুরে দলের সব সাংসদদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা দিল্লি নতুন মুখপাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এইভাবে আরও একবার ইন্ডিয়া জোটের বৈঠক এড়িয়ে যাচ্ছে তৃণমূল (Trinamool Congress) কংগ্রেস। বিষয়টা ইতিমধ্যেই নজরে এসেছে রাজনৈতিক বিশেষজ্ঞদের।

ইন্ডিয়া জোটকে এড়াচ্ছে তৃণমূল (Trinamool Congress)?

তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) আজও ইন্ডিয়া জোটের সাংসদীয় দলের নেতাদের বৈঠকে যোগ না দেওয়ায় শুরু হয়েছে ব্যাপক জল্পনা। প্রসঙ্গত গত সোমবার কলকাতার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকের কারণে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে পারেননি সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ডেরেক ও’ব্রায়েনের মত তৃণমূল নেতারা।

এমনকি ওইদিনের বৈঠকে কোন প্রতিনিধিও পাঠায়নি তৃণমূল। প্রসঙ্গত সামনেই শুরু হতে চলেছে শীতকালীন অধিবেশন। আসন্ন এই অধিবেশনে কোন কোন বিষয়কে অগ্রধিকার দেওয়া হবে তা নিয়েই লোকসভা ও রাজ্যসভার সংসদদের সাথে আজ বিস্তারিত আলোচনা করতে চলেছেন তৃণমূলের যুব সেনাপতি অভিষেক।

বলা চলে আজকের বৈঠকেই চূড়ান্ত হতে চলেছে রণকৌশল। সূত্রের খবর সংসদের দুই কক্ষে মূল্যবৃদ্ধি,বেকারত্ব এবং কেন্দ্রীয় প্রকল্পে বাংলাকে বঞ্চনা সহ পাঁচটি বিষয়ে সরব হতে চলেছে তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের বিরোধী শরিক দলগুলি যখন আদানি এবং মণিপুর সহ অন্যান্য ইস্যুতে অধিবেশন মুলতুবি করানো কেই মূল কৌশল হিসাবে ব্যবহার করতে চলেছেন।

আরও পড়ুন: নিজের চরকায় তেল দাও! চিন্ময় প্রভুর গেফতারি প্রসঙ্গে ভারতের মন্তব্য শুনতে নারাজ বাংলাদেশ

তখন একেবারে উল্টো পথে হেঁটে কালীঘাটের বৈঠকের পর তৃণমূল স্পষ্ট জানিয়ে দিয়েছে গৌতম আদানি কান্ড নিয়ে সংসদের সরব হওয়া যাবেনা বরং সংসদে প্রশ্ন উত্তর পর্ব চায় তারা। প্রসঙ্গত দেখা গিয়েছে, লোকসভা এবং রাজ্যসভায় তৃণমূলের কোনও কোনও সাংসদ আদানি নিয়ে কংগ্রেসের প্রতিবাদের সময় উঠে দাঁড়িয়েছেন।

 Trinamool Congress

সূত্রের খবর এই ধরনের অসামঞ্জস্য যাতে কক্ষ পরিচালনার সময় দেখা না যায় আগামীদিনে সেদিকেই নজর থাকবে লোকসভা ও রাজ্যসভার নেতা যথাক্রমে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েনের। জানা যাচ্ছে, দলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কেউ তাদের ইচ্ছামত বিষয় নিয়ে নোটিশ দিতে পারবেন ঠিকই, কিন্তু এই নোটিশ দেওয়ার আগে তা সংশ্লিষ্ট কক্ষে দলীয় নেতাদেরকে দেখিয়ে তার অনুমতি নিয়েই এগোতে হবে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর