বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। বিগত প্রায় দু’বছর ধরে জেলবন্দি থাকার পর সদ্য জামিন পেয়েছেন তিনি। গত সোমবার ইডির বিশেষ আদালত তাঁকে জামিন দিয়েছে। অনেকে অনুমান করেছিলেন, জামিনের পরেই হয়তো মুখ খুলবেন অর্পিতা। তবে তেমনটা হয়নি! এখনও অবধি নিজের মুখ বন্ধই রেখেছেন পার্থ (Partha Chatterjee) ‘বান্ধবী’।
জামিনের পরেও মুখে কুলুপ অর্পিতার (Arpita Mukherjee)!
মঙ্গলবার জামিন প্রক্রিয়া মেটাতে বেলঘরিয়ার বাড়ি থেকে আলিপুর জেলে যান অর্পিতা। সেখান থেকে বেরনোর সময় কোনও বাক্য ব্যয় করেননি তিনি। জেল থেকে বেরিয়ে আইনজীবীর বাড়িতে যান বলে খবর। এতকিছুর মধ্যে এখনও অবধি একবারের জন্যেও মুখ খুলতে দেখা যায়নি তাঁকে। কবে মুখ খুলবেন অর্পিতা? এবার জানালেন আইনজীবী।
মায়ের মৃত্যুর কারণে কয়েকদিন আগে প্যারোলে মুক্তি পেয়েছিলেন নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) অর্পিতা। সেই আবহেই আসে জামিন পাওয়ার খবর। ৫ লক্ষ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে আদালত। সেই সঙ্গেই বেঁধে দেওয়া হয় বেশ কয়েকটি শর্ত।
আরও পড়ুনঃ ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! ফেইঞ্জালের দাপটে ভাসবে কোন কোন জেলা? আগেভাগেই জানাল হাওয়া অফিস
এদিকে অর্পিতা (Arpita Mukherjee) জামিন পাওয়ার পর থেকেই অনেকে অনুমান করছিলেন, তিনি হয়তো কিছু বলবেন। তবে এখনও অবধি মুখে কুপুল এঁটে রেখেছেন পার্থ ‘বান্ধবী’। এবার তাঁর আইনজীবীর তরফ থেকে জানানো হল, সংবাদমাধ্যমে যা বলার সেটা মায়ের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হওয়ার পরেই বলবেন অর্পিতা।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ২০২২ সালে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হানা দিয়েছিল ইডি (Enforcement Directorate)। দীর্ঘ তল্লাশি এবং জেরার পর রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করা হয়। এরপর পার্থ ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা, গয়না।
২০২২ সালে গ্রেফতার হওয়ার পর থেকে জেলবন্দি ছিলেন অর্পিতা (Arpita Mukherjee)। মায়ের মৃত্যুর কারণে কয়েকদিন আগে প্যারোলে মুক্তি পান। তার মেয়াদ শেষ হওয়ার আগেই আসে জামিন পাওয়ার খবর। শর্ত বেঁধে আদালত জানিয়েছে, জামিন পেলেও অর্পিতাকে নিজের পাসপোর্ট জমা রাখতে হবে। এই মামলা চলাকালীন তিনি বাইরে কোথাও যেতে পারবেন না।