দিল্লি ক্যাপিটালসের সাথে বিচ্ছেদ! ইনস্টাগ্রামে বিশেষ বার্তা দিলেন পন্থ, অনুরাগীরা হলেন অবাক

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant) ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পরে ২০২৪ সালের IPL-এর মাধ্যমে প্রত্যাবর্তন করেন। এদিকে, মাঠে ফিরেই তিনি তাঁর দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করছেন। এদিকে, সম্প্রতি সম্পন্ন হয়েছে IPL ২০২৫-এর মেগা নিলাম। যেখানে দীর্ঘদিনের দলের সাথে বিচ্ছেদ ঘটেছে পন্থের। মূলত, দিল্লি ক্যাপিটালস এবারে তাঁকে ধরে রাখেনি। যার কারণে তিনি অংশগ্রহণ করেছিলেন নিলামে। সেখানে রেকর্ড তৈরি করে ২৭ কোটি টাকা দিয়ে লখনউ সুপার জায়ান্টস তাঁকে কিনে নেয়।

ইনস্টাগ্রামে বিশেষ বার্তা দিলেন পন্থ (Rishabh Pant):

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, পন্থ (Rishabh Pant) IPL-এর ইতিহাসে সবথেকে দামি খেলোয়াড় হিসেবে বিবেচিত হচ্ছেন। জানিয়ে রাখি যে, ঋষভ দিল্লি ফ্র্যাঞ্চাইজির সাথে তাঁর IPL কেরিয়ার শুরু করেছিলেন এবং দীর্ঘ ৮ বছর ধরে ওই দলের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। তিনি গত কয়েক মরশুমে দিল্লির হয়ে (IPL ২০২৩ ব্যতীত) অধিনায়কত্বও করেন।

Rishabh Pant gave a special message on Instagram.

এমতাবস্তায়, দিল্লি ফ্র্যাঞ্চাইজির মালিকরাও পন্থের (Rishabh Pant) এই বিচ্ছেদের বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি, পার্থ জিন্দাল আশা প্রকাশ করেছেন যে পন্থ আবারও ভবিষ্যতে দিল্লি ক্যাপিটালসের অংশ হবেন। তবে, আগামী ৩ বছর লখনউর জার্সিতেই খেলতে দেখা যাবে পন্থকে।

আরও পড়ুন: আর ৪৮ ঘণ্টা! তারপরেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, পাকিস্তানকে মানতে হবে BCCI-ICC-র কথা

ইনস্টাগ্রামে কি জানিয়েছেন ঋষভ পন্থ: এদিকে, বুধবার সকালে ঋষভ পন্থ (Rishabh Pant) তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি স্টোরি শেয়ার করেছেন। যেখানে তিনি একটি বিশেষ কথা লিখেছেন। পন্থ তাঁর স্টোরিতে লিখেছেন যে, “Take time to be thankful for everything that you have you can always have more, but you could also have less”। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “আপনার কাছে যা আছে তার জন্য কৃতজ্ঞ হওয়ার জন্য সময় নিন। আপনার কাছে সবসময় বেশি থাকতে পারে, তবে আপনার কাছে কমও থাকতে পারে।”

আরও পড়ুন: আর নয় চিন্তা! শীঘ্রই মুদ্রাস্ফীতি থেকে মিলবে রেহাই, দাম কমবে খাদ্যপণ্যেরও, সামনে এল বড় আপডেট

জানিয়ে রাখি যে, ঋষভ পন্থ (Rishabh Pant) সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় থাকেন এবং তিনি প্রায়শই তাঁর ভক্তদের সাথে নিজের মনোভাব শেয়ার করেন। পন্থ আজ যেখানে রয়েছেন সেখানে পৌঁছনোর জন্য তাঁকে অনেক সংগ্রাম করতে হয়েছে। তিনি তাঁর সংগ্রাম এবং পরিবার সম্পর্কে কথা বলতে দ্বিধা করেন না। আর এই মনোভাবকে সঙ্গী করেই তিনি ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়েও লড়াই করে ফের মাঠে ফিরে এসে নিজের পারফরমেন্সকে আরও ক্ষুরধার করে তুলেছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর