ভূস্বর্গে আর নয় আতঙ্ক! এবার ঘুম উড়বে সন্ত্রাসবাদীদের, নেওয়া হল কড়া অ্যাকশন

বাংলা হান্ট ডেস্ক: জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) সন্ত্রাসবাদীদের মোকাবিলা করার জন্য এবার বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA) বলেছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড তথা NSG কমান্ডোর টাস্ক ফোর্স স্থায়ীভাবে জম্মু শহরে উপস্থিত থাকবে। যার ফলে যেকোনও বড় সন্ত্রাসবাদী হামলা মোকাবিলায় এই টাস্কফোর্স তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।

ভূস্বর্গে (Jammu and Kashmir) আর নয় আতঙ্ক:

এর পাশাপাশি সুউচ্চ ভবন থেকে শুরু করে সুরক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য স্পর্শকাতর পাবলিক প্লেসের নিরাপত্তা পরিকল্পনা তৈরি করা হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন যে, NSG-র একটি বিশেষ স্কোয়াড এখন স্থায়ীভাবে জম্মু শহরে (Jammu and Kashmir) মোতায়েন করা হয়েছে। যেকোনও জরুরি পরিস্থিতিতে কয়েক মিনিটের মধ্যে সন্ত্রাসবাদীদের মোকাবিলায় প্রস্তুত থাকবে এই স্কোয়াড। প্রসঙ্গত উল্লেখ্য যে, জম্মু অঞ্চলে নিরাপত্তা বাহিনীর ওপর সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলা এবং ওই শহরের সম্ভাব্য হুমকির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রক এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গিয়েছে।

NSG মোতায়েনের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব: তবে, নিরাপত্তার কারণে NSG কমান্ডোদের সংখ্যা প্রকাশ করা হয়নি। যদিও, আধিকারিকরা সমগ্র বিষয়টিকে “পর্যাপ্ত” বলে বর্ণনা করেছেন। এর আগে, সন্ত্রাসবাদী হামলার ক্ষেত্রে, NSG কমান্ডোদের নয়াদিল্লি বা চণ্ডীগড় থেকে ডেকে পাঠাতে হতো। যা একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া ছিল। তবে এখন, NSG কমান্ডোদের স্থানীয় উপস্থিতি তাৎক্ষণিক ব্যবস্থা নিশ্চিত করবে।

Strict action has been taken in Jammu and Kashmir.

নিরাপত্তা পরিকল্পনা: আসলে NSG কমান্ডোদের মোতায়েন জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) পুলিশের (JKP) সন্ত্রাসবিরোধী পরিকল্পনার অংশ। এই পরিকল্পনা মূলত উঁচু ভবন, শপিং মল, সিনেমা হল এবং অন্যান্য সংবেদনশীল স্থানকে সন্ত্রাসবাদী হামলা থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন যে, সন্ত্রাসবাদীদের পক্ষে শহরে প্রবেশ করা এখন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। কারণ একটি বহু-স্তরীয় নিরাপত্তা প্রস্তুত করা হয়েছে। তবে স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) এবং JKP যেকোনও জরুরি অবস্থা মোকাবিলায় সামনের সারিতে থাকবে। এদিকে, দীর্ঘ সময় এনকাউন্টার চলতে থাকলে NSG-র সাহায্য নেওয়া হবে।

আরও পড়ুন: দিল্লি ক্যাপিটালসের সাথে বিচ্ছেদ! ইনস্টাগ্রামে বিশেষ বার্তা দিলেন পন্থ, অনুরাগীরা হলেন অবাক

অবিলম্বে পদক্ষেপের জন্য প্রস্তুতি: পুলিশ এবং SOG দল বারবার নিরাপত্তা অডিট করেছে। এর মধ্যে রয়েছে শপিং মল, সিনেমা হল, সরকারি অফিস এবং অন্যান্য স্পর্শকাতর স্থান। এই স্থানগুলিতে যেকোনও সন্ত্রাসবাদী হামলা তাৎক্ষণিকভাবে বানচাল করার জন্য একটি বিস্তারিত কর্মপরিকল্পনা প্রস্তুত করা হয়েছে।

আরও পড়ুন: আর ৪৮ ঘণ্টা! তারপরেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, পাকিস্তানকে মানতে হবে BCCI-ICC-র কথা

পূর্ববর্তী সন্ত্রাসবাদী হামলা এবং সেনাবাহিনীর সতর্কতা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, চলতি বছরে জম্মু, কাঠুয়া, উধমপুর, কিশতওয়ার, ডোডা, রেয়াসি, রাজৌরি এবং পুঞ্চ জেলায় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে বেশ কয়েকটি সন্ত্রাসবাদী হামলা হয়েছে। ওইসব হামলায় বহু সেনা শহিদ হয়েছেন। পাশাপাশি অনেক সন্ত্রাসবাদী খতম হয়েছে। গত মাসে আখনুরের খাউদ সেক্টরে সেনাবাহিনীর হাতে তিন পাকিস্তানি সন্ত্রাসবাদী প্রাণ হারায়। তারা জম্মুতে বড় ধরণের হামলার পরিকল্পনা করছিল। কিন্তু সজাগ সেনারা তাদের পরিকল্পনা নস্যাৎ করে দেয়। এমতাবস্থায় সামগ্রিকভাবে জম্মুতে NSG কমান্ডোদের স্থায়ী উপস্থিতি সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিরাপত্তা বাড়িয়ে তোলার ক্ষেত্রে প্রত্যক্ষভাবে ইতিবাচক ফলপ্রদান করবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর