বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেট মানেই বাঙালিদের কাছে কেকেআর আর শাহরুখ খান (Shah Rukh Khan)। বলা যায় এই দুটো নাম একে অপরের সমার্থক শব্দ। নিঃসন্দেহে এ কথা বলা যায়, কিং খানের জন্যই কেকেআরের আজ এত সমর্থক। বিভিন্ন সময় শাহরুখ খানের মুখে শোনা যায় তিনি নাকি নাইট রাইডার্সের অন্যতম সদস্য। তবে আজ যে দলটি তার সবথেকে প্রিয় সেই দল কিন্তু অভিনেতার পছন্দের তালিকায় ছিল না। পছন্দের শীর্ষে ছিল অন্য একটি দল। এই নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন ললিত মোদী। তার মতে শাহরুখ খান নাকি কলকাতা নাইট রাইডার্স কিনতেই চাননি।
কলকাতা নাইট রাইডার্স কিনতেই চাননি শাহরুখ খান (Shah Rukh Khan):
সম্প্রতি, রাজ শামানির একটি পডকাস্ট অনুষ্ঠানে আসেন ললিত মোদী। আইপিএলের জনক বলা হয় যাকে। ললিত মোদী মস্তিষ্ক প্রসূতই আইপিএলের শুভারম্ভ। এই অনুষ্ঠানে এসে তিনি চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেন। ললিত মোদীর মতে, আইপিএল টুর্নামেন্ট যখন শুরু হয়, তখন যে কেউ যে কোনও দলের জন্য বিড করতে পারত।
শাহরুখ খানের প্রথম পছন্দ ছিল মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians): আর সেইসময় নাকি শাহরুখ খান (Shah Rukh Khan) মুম্বইয়ের হয়ে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু নিলামের দর এতটাই বেশি ছিল যে সকলের সাথে তিনি পেরে উঠেননি। ফলে কলকাতা নাইট রাইডার্সকে বেছে নিতে হয়। ললিত মোদীর বক্তব্য অনুযায়ী, শাহরুখ খানের প্রথম পছন্দ ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু মুকেশ আম্বানি এই দল কিনে নেন। ফলে হাতছাড়া হয় মুম্বাই ইন্ডিয়ান্স।
এরপর পছন্দের দ্বিতীয় এবং তৃতীয় তালিকায় ছিল বেঙ্গালুরু এবং দিল্লি। এই দুটো দলও কিনতে ব্যর্থ হয়ে যান তিনি। আসলে সেই সময় শাহরুখ খান (Shah Rukh Khan) ৭০-৮০ মিলিয়ন বিড করেছিলেন। কিন্তু, সেদিক থেকে এই দলগুলির বিড প্রাইস ১০০ মিলিয়নের কাছে। ফলে হাতছাড়া হয় তিনটি দলই। তবে এদিকে কেকেআরের বিড প্রাইস আর শাহরুখ খানের বিড প্রাইস মিলে যায়। ফলে খুব সহজেই কেকেআরকে নিজের আয়ত্বে নিয়ে নেন।
আরও পড়ুন: ফের দাপট শুরু আম্বানির! কিনে ফেললেন এই কোম্পানির অংশীদারিত্ব, খরচ হল ১২ মিলিয়ন ডলার
আর আজ এই কেকেআরকে মনে প্রাণে ভালোবাসেন তিনি (Shah Rukh Khan)। অধিকাংশ ম্যাচেই ক্রিকেটারদের ভরসা যোগানোর জন্য স্টেডিয়ামে হাজির হন। এমনকি, তার গলায় শোনা যায় করব লড়বো জিতবো রে গান। এমনকি খেলায় সাফল্য পেলেই তৈরি করেন একের পর এক মুহূর্ত। যা দেখার জন্য প্রতি বছর অপেক্ষায় থাকেন নাইট সমর্থকরা।
আরও পড়ুন: নিলামে হননি বিক্রি, খারাপ অবস্থা ফিটনেসেরও! কোন কারণে পৃথ্বীর কেরিয়ারে ঘটেছে পতন? জানালেন কোচ
আইপিএলের জনকের মতে, ২২ গজের ময়দানে ব্যাট না চালালেও, শাহরুখ খানের (Shah Rukh Khan) জন্যই আজ আইপিএলের জনপ্রিয়তা এতটা তুঙ্গে। এমনকি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেরও প্রতিবছর লক্ষ্মীলাভ হয়ে থাকে। শুধুমাত্র বলিউডের বাদশাকে এক ঝলক দেখার জন্য তরুণ থেকে তরুণী বাচ্চা বয়স্ক অনেকেই মাঠে আসেন। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে ২৫ এর নাইট শিবির। এখন শুধু অপেক্ষার পালা। আবারো কিং খান মাঠে আসবে আর গ্যালারি জুড়ে চিৎকার শুরু হবে। আর আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংয়ের ব্যাটে ছক্কার ঝড় উঠবে।