একি কাণ্ড! ভাজা ছোলা খেতেই মৃত্যুর মুখে ঢলে পড়লেন পরিবারের ৩ জন, ঠিক কি হয়েছিল?

বাংলা হান্ট ডেস্ক: ছোলা ভাজা (Roast Chickpeas) খেতে ভালোবাসেন। কাজের ফাঁকে কিংবা সিনেমা দেখতে দেখতে অনেকেই ছোলা ভাজা খেয়ে থাকেন। টুকটুক করে ছোলা ভাজা (Roast Chickpeas) খাওয়ার আগে হয়ে যান সাবধা। বর্তমানে এমন একটি ঘটনা ঘটেছে যা তশুনলে ছোলা ভাজা খাবার নামই মুখে আনবেন না। ছোলা ভাজা খেয়েই মৃত্যু ঘটেছে পরিবারের তিনজনের। বিশ্বাস না হলেও এমনটাই ঘটলো ভারতের বুকে।

ছোলা ভাজা (Roast Chickpeas) খেয়ে মৃত্যু তিনজনের:

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বুন্দেলশহরের থানার নরসেনা এলাকার মোহাম্মদপুর বরওয়ালা গ্রামে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে গত ২৪ শে নভেম্বর ওই পরিবার বাজারে গিয়েছিল। আর সেখান থেকে ছোলা ভাজা কিনে খায়। যদিও খাবার পর কোন সমস্যা হয়নি। বাড়িতে সুস্থ ভাবেই ফিরে আসেন। এমনকি বাড়িতে এসে তারা বাড়িতে রান্না করা খাবারও খায়। তখনো পর্যন্ত কিছু হয়নি। কিন্তু সকাল হতেই ঘটে যায় দুর্ঘটনা। সকালেই মৃত্যু ঘটে বছর ৫০-এর কলুয়া সিংয়ের, এমনকি তার ৮ বছরের নাতি লবীশও মৃত্যুর মুখে ঢলে পড়েন। একই দিনে পরপর দুজনের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের বুকে শোকের ছায়া নামে।

Three members of a family die after eating Roast chickpeas

পরের দিন আরো একজনের মৃত্যু: একদিকে যখন গোটা পরিবারে শোকের মেঘ জমেছে, তখনই আবারও একটি মৃত্যু। ওই দুজন ব্যক্তি মারা যাবার পরের দিন অর্থাৎ ঠিক ২৬শে নভেম্বর মারা যান ওই পরিবারের পুত্রবধূ যোগেন্দ্রীও। একই পরিবারে ৩ জনের এমন মৃত্যু হতে দেখে ভয় পেয়ে যান পরিবারের অন্যান্য সদস্যরা। এদিকে প্রশাসনের কানে এ কথা উঠতেই ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং গোটা বিষয়টি খতিয়ে দেখেন। কিভাবে মৃত্যু ঘটেছে সেই বিষয় প্রশাসনের কর্তারা এখনো তদন্ত চালিয়ে যাচ্ছেন।

তবে সবথেকে বড় বিষয় হচ্ছে ঘটনার প্রথম দিন ওই দুজন মৃত ব্যক্তির কোন পরীক্ষা-নিরীক্ষা না করেই দাহ করে দেওয়া হয়। যার ফলে একটু সমস্যার মুখে পড়তে হয় কর্মকর্তাদের। যদিও দ্বিতীয় দিন ওই মহিলার দেহ পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। এখনো যদিও সঠিক তথ্য পাওয়া যায় নি। তবে এই বিষয় খাদ্য নিরাপত্তা কর্মকর্তা বিনীত কুমার জানিয়েছেন, ছোলা ভাজা (Roast Chickpeas) এবং অন্যান্য খাবারের নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। খুব শীঘ্রই জানা যাবে কি কি কারণে মৃত্যু হয়েছে। এমনকি নমুনায় কোনো সমস্যা ধরা পড়লে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন।

বুলন্দশহরের এসএসপি শ্লোক কুমার জানিয়েছেন যে, একই পরিবারের মোট ৩ জনের মৃত্যু হয়েছে। সূত্র মারফত জানা যায়, ভাজা ছোলা খাওয়ার পর পরিবারের চারজনের শারীরিক অবস্থা খারাপ হয়। তারমধ্যে তিনজনের মৃত্যু ঘটেছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আদৌ ছোলা ভাজা খেয়ে মৃত্যু ঘটেছে নাকি অন্য কোন বিষয়ে রয়েছে সেটাই প্রশ্ন। ইতিমধ্যেই জানা গিয়েছে কোন দোকান থেকে ছোলা ভাজা আনা হয়।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর