বাংলা হান্ট ডেস্ক: নভেম্বরের শেষে এসে বাড়ছে শীতের আমেজ। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই (South Bengal Weather) শিরশিরানি। ইতিমধ্যেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রিতে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ১০-১১ ডিগ্রির ঘরে। তবে এরই মধ্যে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। যার জেরে সপ্তাহন্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়।
আবহাওয়া দপ্তর (Weather Update) সূত্রে খবর, আপাতত আগামী ২ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার খুব একটা বদল হবে না। একই রকম থাকবে তাপমাত্রা। তবে তারপর থেকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এদিকে হাওয়া অফিস জানাচ্ছে, সপ্তাহন্তে বাংলার উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনার রয়েছে।
আরও পড়ুন: ছোট ফ্ল্যাটে মানুষ করেছিলেন বাবা মা, ‘এতটা কষ্ট…’, পুরনো কথা মনে করে কেঁদে ভাসালেন রচনা
আবহাওয়া দপ্তর জানাচ্ছে মাসের শেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। ২৯ ও ৩০ নভেম্বর বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। যদিও ভারী বৃষ্টি হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ২৯ ও ৩০ নভেম্বর বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। ২৯ নভেম্বর দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা।
এরপর ৩০ তারিখ বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। আগামী মাসেও ১ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, ৩ ডিসেম্বর পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।
আরও পড়ুন: IPL-এর মেগা নিলামে টাকার বৃষ্টি! দামের বিচারে “সেরা” ভারতের এই ৫ খেলোয়াড়, তালিকায় বড় চমক
৩ ডিভেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষত দার্জিলিং ও দুই দিনাজপুরে কুয়াশার জন্য সতর্কতা জারি হয়েছে। বাকি জেলাগুলিতেও সকালের দিকে কুয়াশার প্রভাব দেখা যাবে। হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে।