‘এতদিন আমাকে..,’ মুখ খুললেন কালীঘাটের কাকু? এবার হাইকোর্টে মামলা

বাংলা হান্ট ডেস্কঃ ২০১৪ এর শেষে এসে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় একের পর এক জামিন। এই পরিস্থিতিতে মুক্তি পেতে মরিয়া হয়েছে উঠেছে নিয়োগ দুর্নীতির বাকি সকল বন্দিরা। সম্প্রতি জামিন চেয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শিক্ষা দুর্নীতি মামলায় ধৃত কালীঘাটের কাকু (Kalighater Kaku) ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র।

গত বছর ৩০ মে কালীঘাটের কাকুকে গ্রেফতার করেছিল ইডি। মাঝে শারীরিক অসুস্থতার জন্য দীর্ঘ সময় হাসপাতালের কেটেছে কাকুর। এরপর জেলেই ছিলেন তিনি। এরই মধ্যে সুজয়কৃষ্ণকে হেফাজতে নিয়ে তদন্ত করতে চায় সিবিআই। আজ বৃহস্পতিবার কালীঘাটের কাকুকে সশরীরে সিবিআইয়ের স্পেশাল আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

এই নিয়ে গতকাল কলকাতা হাইকোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সুজয়কৃষ্ণ। সূত্রের খবর, জেলে গিয়ে জেরা করার অনুমতি নিয়েও কেন এতদিন সিবিআই তাকে জেরা করেনি, আদালতে সেই প্রশ্ন তোলেন কালীঘাটের কাকু।

আরও পড়ুন: শীতের মাঝেই টানা ৪৮ ঘণ্টা বৃষ্টি দক্ষিণবঙ্গে! কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার আগাম খবর

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে বেশ জলঘোলা হয়েছিল। দীর্ঘ টানাপোড়েনের পর সেই নমুনা মেলে। এরপর
গত ২৪ এপ্রিল নিয়োগ দুর্নীতি কাণ্ডে সুজয়কৃষ্ণকে জেলে গিয়ে জেরা করতে চায় সিবিআই। কলকাতার বিচার ভবনে বিশেষ আদালতে আবেদনও জানানো হয়। আদালত তরফে অনুমতি মেলে। কিন্তু তারপর এত মাস পেরিয়ে গেলেও কেন সিবিআই তাকে জেরা করেনি সেই প্রশ্ন তোলেন কালীঘাটের কাকু।

kalighater kaku

আরও পড়ুন: ‘সরি, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার…’! তুমুল আক্রমণ সঞ্জয়ের! পাল্টা দিলেন প্রাক্তন প্রধান বিচারপতি

প্রসঙ্গত, সম্প্রতি ইডির পর জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়কে ফের গ্রেফতার করেছে সিবিআই। এবার সেই ভাবেই জেরা করে সুজয়কৃষ্ণকে গ্রেফতার করা হতে পারে, এমন আশঙ্কা থেকেই আগেভাগে আদালতে অভিযোগ তুলেছেন সুজয়কৃষ্ণ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর